বিশ্বকাপে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ফাইনাল চান গিলেস্পি
ক্রিকেটের সূচনালগ্ন থেকেই দুই দেশের দ্বৈরথটা চলে আসছে। বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড এখন পর্যন্ত মাত্র একবার মুখোমুখি হয়েছে। সাবেক বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেস্পি চান, এবারের বিশ্বকাপের ফাইনালটা হোক দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মাঝে।
১৯৮৭ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। সেবার ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের প্রথম বিশ্বকাপ জেতে অজিরা। এরপর অস্ট্রেলিয়া উঠেছে আরও পাঁচটি ফাইনালে, এর মাঝে চারটিতেই জিতেছে তাঁরা। অন্যদিকে ইংল্যান্ড শুধু ১৯৯২ বিশ্বকাপের ফাইনালেই উঠেছে, সেবার পাকিস্তানের কাছে হেরে যায় তাঁরা।
গত দুই বছরে রঙ্গিন পোশাকে দারুণ ফর্মে আছে ইংলিশরা। ঘরের মাঠে এবার তাঁরাই ফেবারিট, মানছেন গিলেস্পি, ‘অনেকেই তাদের ফেবারিট বলছে, আমিও এটার সাথে একমত। ওয়ানডেতে তাদের সময়টা দারুণ খেটেছে। বোলিং, ব্যাটিং দুই বিভাগেই তাঁরা বেশ আক্রমণাত্মক, দারুণ কিছু ফিল্ডারও আছে তাদের। আমিও চাই তাঁরা ফাইনালে উঠুক। সাথে এটাও চাই, লর্ডসে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ফাইনাল হোক। সেটা দর্শকের জন্য স্মরণীয় একটা খেলা হবে।’
অস্ট্রেলিয়াকে এবারের বিশ্বকাপের ‘ডার্ক হর্স’ বলছেন গিলেস্পি, ‘সবাই জানে অস্ট্রেলিয়া বিশ্বকাপে কী করতে পারে। অস্ট্রেলিয়া এবার ডার্ক হর্স, ফেবারিট না হলেও তারা বিশ্বকাপ জিততে পারে। এটা তাঁরা পাঁচবার করে দেখিয়েছে। সাম্প্রতিক পারফরম্যান্সে তাঁরা আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপে যাবে। দারুণ খেলছে বর্তমান দলটা, বিশ্বকাপে সেটা ধরে রাখবে এটা চাই।’