"সালাহর ফাউলে দানিলোর পা ভাঙতে পারত"
ম্যাচের বাকি মাত্র ছয় মিনিট। দুই গোলে এগিয়ে থেকে পোর্তোর বিপক্ষে লিভারপুলের জয় তখন অনেকটাই নিশ্চিত। ওই মুহূর্তেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে পারতেন মোহামেদ সালাহ। বল দখলের লড়াইয়ে পোর্তোর অধিনায়ক দানিলো পেরেইরাকে ফাউল করেও পার পেয়ে গেছেন সালাহ। পোর্তো প্রেসিডেন্ট পিন্টো দ্যা কস্তা বলছেন, সালাহর ওই ট্যাকেলে পা ভাঙে পারত দানিলোর।
বল দখলে নিতে গিয়ে দানিলোর ডান পায়ে সজোরে বুট লাগান সালাহ। সাথে সাথেই ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন দানিলো। পোর্তোর পক্ষ থেকে দাবি করা হয়, ভিএআরের সাহায্য নিয়েও যেন রেফারি সালাহকে কার্ড দেখান। কিন্তু রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
কস্তা বলছেন, ভাগ্যের জোরে পা ভাঙা থেকে বেঁচে গেছেন দানিলো, ‘দানিলোর উচিত ঈশ্বরকে ধন্যবাদ জানানো, সালাহর ওই ফাউলে তাঁর পাও ভাঙতে পারত! বল নয়, সালাহর লক্ষ্য ছিল তাঁর পা। দানিলোর পা যে ভাঙ্গেনি এতেই ঈশ্বরকে অনেক ধন্যবাদ।’
রেফারি অ্যান্তোনিও মাতেউয়ের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনেছেন কস্তা, ‘আমরা সবার জন্য সমান আইন চাই। ফেলিপের একই রকম ফাউলের জন্য তাঁকে হলুদ কার্ড দেখানো হয়েছে। সালাহর ফাউলের পর যে দানিলোকে হাসপাতালে নিতে হয়নি এটাই অনেক।’