• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ড্রিংকওয়াটার কেন চেলসিতে জানেন না সারি

    ড্রিংকওয়াটার কেন চেলসিতে জানেন না সারি    

    এই মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে চেলসির হয়ে খেলেছেন মাত্র আধ ঘণ্টার মতো। তবে চেলসি মিডফিল্ডার ড্যানি ড্রিংকওয়াটারকে নিয়ে খুব একটা কথা হয়নি গত নয় মাসে। তিনদিন আগেই মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার হওয়ায় তাঁকে নিয়ে নতুনভাবে শুরু হয়েছে সমালোচনা। খোদ চেলসি কোচ মাউরিসিও সারি এবার বলছেন, ড্রিংকওয়াটার এখনো কেন চেলসিতে আছে সেটাই তিনি বুঝে উঠতে পারছেন না!

    ২০১৭ সালে লেস্টার সিটি থেকে ৩৫ মিলিয়ন পাউন্ডে চেলসিতে এসেছিলেন ড্রিংকওয়াটার। অ্আগের মৌসুমে লিগে খেলেছেন ১২টি ম্যাচ। এই মৌসুমের শুরুতে সারি দায়িত্ব নেওয়ার পর ম্যানচেস্টার সিটির বিপক্ষে কমিউনিটি শিল্ডের ম্যাচে ৩০ মিনিটের জন্য মাঠে ছিলেন। এরপর পুরো মৌসুমে মাঠে নামা হয়নি তাঁর। গত সোমবার মাঝরাতে পার্টি থেকে বাড়ি ফেরার পথে তাঁর গাড়ি অন্য একটি গাড়িকে ধাক্কা মারে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তাঁকে গ্রেফতারও করে পুলিশ।

     

     

    ওই ঘটনার পর চেলসির সাথে অনুশীলনও করেননি ড্রিংকওয়াটার। একটি ম্যাচ না খেলেও যে স্বেচ্ছায় চেলসিতে আছেন তিনি, এতে যারপরনাই অবাক সারি, ‘গত আগস্টে আমি তাঁর সাথে কথা বলেছিলাম। তাঁকে আমি বলেছিলাম অন্য কোথাও চলে যেতে। তাঁকে পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছি, আমার দলে তাঁর জায়গা হবে না, কারণগুলোও বুঝিয়ে বলেছিলাম। তাঁর সাথে আমার সম্পর্কটা খারাপ না, সে ভালো একজন মানুষ। আমি তাঁকে খেলাবো না, তাও সে চেলসিতে থেকে গেছে! এটা কিছুটা অবাক করার মতোই ব্যাপার।’

    কিন্তু কেন চেলসি ছাড়ছেন না ড্রিংকওয়াটার? সারির ধারণা, ড্রিংকওয়াটার এখনো হয়ত একাদশে ফেরার স্বপ্ন দেখছেন, ‘ আসলে আমি জানি না সঠিক কারণটা কী। তবে সে হয়ত ভাবছে আমি নিজের সিদ্ধান্ত বদল করে তাঁকে খেলাবো। কিন্তু এটা আসলে হবে না। আর গ্রেফতার হওয়ার ব্যাপারে আমি নিজেই তাঁর সাথে কথা বলব আগামী সপ্তাহে।’