• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    "রিয়ালে যাওয়ার আহবানে মনোযোগ হারায়নি পগবা"

    "রিয়ালে যাওয়ার আহবানে মনোযোগ হারায়নি পগবা"    

    রিয়াল মাদ্রিদে খেলা তাঁর স্বপ্ন, কথাটা প্রকাশ্যেই বলেছিলেন তিনি। পল পগবার এমন স্বীকারোক্তির পর থেকেই রিয়ালের বেশ কয়েকজন তাঁকে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে স্পেনে আসার আহবান জানিয়েছেন। এর মাঝে আছেন খোদ রিয়াল কোচ জিনেদিন জিদানও! তবে পগবা বরাবরই বলে আসছেন, এই মুহূর্তে ইউনাইটেডেই মনোযোগ দিতে চান তিনি। ওলে গানার সোলশারও বলছেন, রিয়ালের পক্ষ থেকে বারবার আমন্ত্রণ আসলেও পগবার মনোযোগ নষ্ট হয়নি।

    ইউনাইটেডের সাথে ২০২২ সাল পর্যন্ত চুক্তি আছে। তবে জিদান, কাসেমিরোদের কথার পর অনেকেই ধারণা করছেন, পগবা দ্রুতই ক্লাব পরিবর্তন করতে পারেন। পগবার স্বদেশী পত্রিকাগুলোও বেশ কয়েকবার তাঁকে রিয়ালে যাওয়ার আহবান জানিয়েছে।

    এতকিছুর মাঝে কীভাবে নিজের মনোযোগ ধরে রাখছেন পগবা? সোলশার বলছেন, পগবার মনোযোগ এসবে নষ্ট হবে না, ‘পগবাকে রিয়ালে নেওয়ার ব্যাপারে অনেক কথা হতে পারে। মিডিয়াও অনেক কিছু লিখতে পারে। আসলে কী হবে সেটা কেউই জানে না। কিন্তু আমার সাথে পগবার যেটুক কথা হয়, তাতে আমরা দুই পক্ষই খুব ইতিবাচক। রিয়ালে যাওয়ার গুঞ্জন উঠলেও সে আগের মতোই আছে, তাঁর পারফরম্যান্সও আগের মতোই আছে। সে তাঁর সর্বোচ্চটাই দেয় খেলার সময়।’

     

     

    সোলশার দায়িত্ব নেওয়ার পর ১২ ম্যাচে ১০ গোল করেছিলেন পগবা। তবে শেষ আট ম্যাচে গোলের দেখা পাননি তিনি। গোল না পেলেও পগবার খেলায় সন্তুষ্ট সোলশার, ‘পগবা বার্সার বিপক্ষে প্রথমার্ধে ভালো খেলেছে। শেষের দিকে গিয়ে আমরা কিছুটা খেই হারিয়ে ফেলেছিলাম। কিন্তু পগবার পারফরম্যান্স দুর্দান্ত ছিল। অনেক ম্যাচেই সে পার্থক্য গড়ে দিয়েছে, লুকাকু ও র‍্যাশফোর্ডও সেটা করেছে।’