• লা লিগা
  • " />

     

    'অচেনা' বার্সাকে রুখে দিল হুয়েস্কা

    'অচেনা' বার্সাকে রুখে দিল হুয়েস্কা    

    হুট করে দেখলে সহজেই তাদের চেনার কথা নয়। মাঠে নেই লিওনেল মেসি, লুইস সুয়ারেজরা; বার্সেলোনারও গায়ে নেই চিরপরিচিত নীল-মেরুন জার্সি। লা লিগা শিরোপা ধরে রাখার সময়ের ব্যাপার, আগামী সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ শেষ আটের দ্বিতীয় লেগ। হুয়েস্কার বিপক্ষে আজ তাই রীতিমত 'অচেনা' এক বার্সাকেই নামিয়ে দিয়েছিলেন কোচ এর্নেস্তো ভালভার্দে। সুযোগটা হাতছাড়া করেনি হুয়েস্কা, নিজেদের মাঠ এল আলকোরাজে 'দ্বিতীয় সারির' বার্সার সাথে গোলশূন্য ড্র করেছে তারা।

    মূল একাদশের ফুটবলারদের বিশ্রাম দেওয়ার এর চেয়ে ভাল সুযোগ হয়তো পেতেন না ভালভার্দে। টেবিলের একেবারে তলানীর দল হুয়েস্কার বিপক্ষে মেসি, সুয়ারেজদের অনুপস্থিতিতে আজ বার্সার একাদশে ছিলেন কেভিন প্রিন্স বোয়াটেং, ম্যালকমরা; পুরো মৌসুমেই যারা ছিলেন একেবারেই বিবর্ণ। নতুন মুখের ছড়াছড়িতে আজ অভিষেকও হয়েছিল বার্সার দুই ডিফেন্ডার মুসা ওয়াগ এবং জাঁ-ক্লদ তোদিবোর। নিজেদের প্রমাণ করার জন্য রীতিমত উঠেপড়ে লেগেছিলেন বোয়াটেংরা। ম্যাচের প্রথম ২০ মিনিটে অন্তত দুই গোলের লিড নিতে পারত তারা। কিন্তু হুয়েস্কা গোলরক্ষক হোসে সান্তামারিয়া যেন ছিলেন দুর্ভেদ্য দেয়াল।

    ১৬ মিনিটে বোয়াটেংয়ের পাসে সান্তামারিয়াকে একা পেয়েও পরাস্ত করতে পারেননি উসমান ডেম্বেলে। ২০ মিনিটে আরেক ডিফেন্ডার জেসন মুরিয়োর জোরাল হেড দুর্দান্তভাবে ফিরিয়ে দেন হুয়েস্কা গোলরক্ষক। অবশ্য সময়ের সাথে হুয়েস্কার 'বাস পার্ক' রক্ষণের বিপক্ষে খেই হারিয়ে ফেলেছে কাতালানরা। ৫-৪-১ ফর্মেশনে ভালভার্দের দলকে রুখে দিইয়েছিল তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই আরেকটু হলে মিসের চড়া মাশুল দিতে হত কাতালানদের।

     

     

    ৫২ মিনিটে আলভিয়ার শট দুর্দান্তভাবে ফিরিয়ে দেন বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে-টার স্টেগান। মেসি-সুয়ারেজে এতদূর আসলেও এই মৌসুমে বার্সার অন্যতম সেরা পার্শ্বনায়ক অবশ্যই তাদের জার্মান গোলরক্ষক। মিনিট পাঁচেক পর আক্ষরিক অর্থেই ভাগ্যের জোরে লিড নেওয়া হয়নি বার্সার। ৫৭ মিনিটে ম্যালকমের জোরাল শট সান্তামারিয়াকে পরাস্ত করলেও প্রতিহত হয় বারপোস্টে। হতাশার ছাপ তখন স্পষ্ট ম্যালকম, ভালভার্দের মুখে। প্রথমার্ধের মতই দ্বিতীয়ার্ধের শুরুতে হুয়েস্কাকে চেপে ধরলেও সময়ের সাথে রং হারায় বার্সার আক্রমণ।

     

     

    সুযোগটা আরেকটু হলেই কাজে লাগাতে পারত হুয়েস্কা। ৮৬ মিনিটে লম্বা পাসে টার স্টেগানকে একা পেয়েই গিয়েছিলেন আলভিয়া, কিন্তু আকস্মিকভাবে পেছন থেকে দুর্দান্ত ট্যাকেলে বল কেড়ে নেন ওয়াগ। অভিষেকে তোদিবোর মতই দুর্দান্ত ছিলেন সেনেগালের ডিফেন্ডার। এই মৌসুমে বার্সার রক্ষণ নিয়ে কম কথা হয়নি। নতুন ডিফেন্ডার দলে নেওয়ারও কথা চলছে জোরেশোরে। এমন সময়ে দুর্দান্ত পারফরম্যান্সে বার্সার তরুণ ডিফেন্ডার জুটি যেন নিজেদের সামর্থ্যের জানানই দিয়ে রাখলেন ভালভার্দেকে। জানিয়ে রাখলেন, সুযোগ পেলেই নিজেদের সর্বোচ্চটাই দেবেন তারা।