• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    জেরার্ডের ওই পিছলে যাওয়া আর কেউ মনে রাখবে না: ক্লপ

    জেরার্ডের ওই পিছলে যাওয়া আর কেউ মনে রাখবে না: ক্লপ    

    পাঁচ বছর আগের সেই মুহূর্তটা হয়ত আজও তাড়া করে বেড়ায় লিভারপুল সমর্থকদের। ২০১৪ সালে মৌসুমের একদম অন্তিম মুহূর্তে চেলসির কাছে ২-০ গোলে হেরেছিল লিভারপুল, শেষ পর্যন্ত শিরোপা ঘরে তুলতে পারেনি তাঁরা। সেই ম্যাচে লিভারপুল অধিনায়ক স্টিভেন জেরার্ড পা পিছলে বলের দখল হারিয়েছিলেন, সেই ভুলের সুযোগ নিয়েই গোল পেয়েছিল চেলসি। এবার অ্যান্ডি রবার্টসন একইভাবে পিছলে পড়লেও সেরকম কিছু হয়নি, মৌসুমের গুরুত্বপূর্ণ মুহূর্তে চেলসিকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে ফিরেছে লিভারপুল। জয়ের পর ইউর্গেন ক্লপ বলছেন, জেরার্ডের ওই পিছলে যাওয়া আর কেউ মনে রাখবে না।

    প্রিমিয়ার লিগের শীর্ষস্থানটা যেন মিউজিকাল চেয়ার। একবার লিভারপুল তো আরেকবার ম্যানচেস্টার সিটি, প্রতি সপ্তাহেই বদলাচ্ছে পয়েন্ট তালিকার প্রথম ও দ্বিতীয় স্থান। এক ম্যাচ বেশি খেলে সাদিও মানে ও মোহামেদ সালাহর গোলে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে লিভারপুল।

    কালকের ম্যাচের ৮৪ মিনিটে পিছলে পড়েছিলেন রবার্টসন। সেই সুযোগে দারুণ একটি আক্রমণও সাজিয়েছিলো চেলসি, তবে গোল করতে পারেনি তাঁরা।  ক্লপের মতে, চেলসির বিপক্ষে এমন জয় পাঁচ বছর আগে জেরার্ডের সেই পিছলে পড়াটা ভুলিয়ে দেবে, ‘অবশেষে জেরার্ডের পিছলে পড়ার সেই ঘটনা নিয়ে আলোচনা বন্ধ হবে। রবার্টসনও আজ পিছলে পড়েছিল, তবে কিছুই হয়নি! লিভারপুলের সাথে এমনটা সবসময় হবে সেটা ভুল ধারণা।’

     

     

    দলের পারফরম্যান্স, বিশেষ করে সালাহর খেলায় মুগ্ধ ক্লপ বাকি ম্যাচেও এমনটা দেখতে চান, ‘দল যেভাবে খেলেছে সেটায় আমি গর্বিত। সালার গোলটা তো দুর্দান্ত ছিল। মানের গোলটাও একইভাবে উপভোগ করেছি। এরকম আরও সাতবার খেলতে হবে, তারপর দেখা যাক কী হয়!’