• লা লিগা
  • " />

     

    বেনজেমাতেই হার এড়ালো রিয়াল

    বেনজেমাতেই হার এড়ালো রিয়াল    

    লিগ জয়ের আশা শেষ অনেক আগেই। রিয়াল মাদ্রিদের লড়াইটা এখন শুধুই দ্বিতীয় হওয়ার। সেই লড়াইয়েও অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে খানিকটা পিছিয়ে পড়ল রিয়াল। পিছিয়ে পড়েও করিম বেনজেমার গোলে লেগানেসের সাথে ১-১- গোলে ড্র করেছে জিনেদিন জিদানের দল।

    লেগানেসের সময়টা খারাপ যাচ্ছে না। শেষ তিন ম্যাচের দুটিতেই জিতেছে তাঁরা, আগের ম্যাচটা হয়েছে ড্র। অন্যদিকে রিয়ালও তাদের শেষ তিন ম্যাচের দুটিতে জিতেছে, হেরেছে ভ্যালেন্সিয়ার কাছে।

    কাল লেগানেসের মাঠে পিছিয়ে পড়েছিল রিয়ালই। প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে জোনাথন সিলভার গোলে এগিয়ে যায় লেগানেস। ম্যাচের প্রথম সুযোগটা অবশ্য এসেছিল রিয়ালের সামনেই। আট মিনিটে মার্কো আসেনসিওর শট ঠেকিয়ে দেন লেগানেস কিপার। ৩৭ মিনিটে আসেনসিওর আরেকটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

    ৪৫ মিনিটে গোল হজম করে খুব বেশিক্ষণ অবশ্য পিছিয়ে থাকতে হয়নি রিয়ালকে। ৫১ মিনিটে বেনজেমার গোলে সমতা ফেরায় রিয়াল। প্রথম শট কুয়েলার ঠেকিয়ে দিলেও সেটা ফিরে আসে বেনজেমার পায়েই। দ্বিতীয় চেষ্টায় বল জালে জড়াতে ভুল করেননি বেনজেমা।

     

     

    ৬৩ মিনিটে আবার এগিয়ে যেতে পারত লেগানেস। সিলভাকে এবার গোল করতে দেননি নাভাস। ৬৮ ও ৭৪ মিনিটে দুইবার আসেনসিওর শট বাঁচিয়ে দেন কুয়েলার। ৮৪ মিনিটে রিয়ালের জয়সূচক গোল আসতে পারত মার্সেলোর পা থেকে। বেনজেমার বাড়ানো বলে তার বা পায়ের শট আটকে দেন লেগানেস গোলরক্ষক।

    শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। ৩২ ম্যাচে তাদের পয়েন্ট ৬১, সমান ম্যাচে অ্যাটলেটিকোর পয়েন্ট ৬৫।