• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    বিশ্বকাপে থাকছেন না আমলা?

    বিশ্বকাপে থাকছেন না আমলা?    

    একটা সময় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপের মূল ভরসা ছিলেন তিনিই। তবে সময়ের সাথে হাশিম আমলার ব্যাটের ধার কমেছে। দুদিন পরেই ইংল্যান্ড বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করবে দক্ষিণ আফ্রিকা। গুঞ্জন উঠেছে, ১৫ জনের সেই স্কোয়াডে জায়গা নাও হতে পারে আমলার।

    গত দেড় বছরে তার মাত্র একটি সেঞ্চুরি, ফিফটি আছে তিনটি। ২০১৮ সাল থেকে আমলার ফর্মের গ্রাফ অনেকটাই নিম্নমুখী। সাথে গত আগস্টে যোগ হয়েছিল ইনজুরিও। ইনজুরি কাটিয়ে ফিরেছিলেন এই বছরের শুরুতে। পাকিস্তানের বিপক্ষে জানুয়ারিতে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে কিছুটা ফর্মে ফেরার আভাস দিয়েছিলেন আমলা। পাঁচ ম্যাচে তার রান ছিল ২১৪, পেয়েছেন সেঞ্চুরিও। 

    কিন্তু শ্রীলংকার বিপক্ষে পরের সিরিজের প্রথম তিন ম্যাচে দলে ছিলেন না আমলা। প্রোটিয়াদের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছিল, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। শেষ দুই ম্যাচে বাবার অসুস্থতার কারণে নিজেই খেলেননি আমলা। প্রায় দেড় মাস ক্রিকেট থেকে দূরে থাকার পর ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফিরেছিলেন তিনি, তিন ম্যাচে অবশ্য করেছেন ২৮ রান।

     

     

    ফাফ ডু প্লেসি, কুইন্টন ডি কক, ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনিদের নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী। ৩৬ বছর বয়সী আমলাকে তাই নাও দেখা যেতে পারে বিশ্বকাপে। শুধু তাই নয়, স্কোয়াডে জায়গা করে নিতে আমলার দুই মূল প্রতিদ্বন্দ্বী এইডেন মার্করাম ও রেজা হেনড্রিকস আছেন দারুণ ফর্মে। তাঁরা দুইজন আমলার চেয়ে ভালো ফিল্ডারও বটে।

     

    শেষ পর্যন্ত আমলা বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন কিনা, সেটা জানা যাবে আগামী ১৮ এপ্রিলেই।