ওজন কমিয়েই বিশ্বকাপে শামি
২০১৫ বিশ্বকাপটা কেটেছিল স্বপ্নের মতো। সেবার ১৭ উইকেট নিয়ে মোহাম্মদ শামি হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। তবে সেমিফাইনালে ভারতের বিদায়ের পর ওয়ানডে দলে ফিরতে তার লেগেছিল দুই বছরেরও বেশি! দলে ফিরে গত দুই বছরে তিনি হয়ে উঠেছেন ভারতীয় বোলিং লাইনআপের অন্যতম ভরসা। ইংল্যান্ড বিশ্বকাপেও ভারতের স্কোয়াডে আছেন শামি। স্কোয়াড ঘোষণার পর শামি বলছেন, অতিরিক্ত ওজন কমানোতেই তার পারফরম্যান্সের উন্নতি হয়েছে, এজন্যই সুযোগ পেয়েছেন বিশ্বকাপেও।
২০১৪ এর জানুয়ারি থেকে ২০১৫ এর মার্চ, এই সময়ে ৫০ ওয়ানডেতে শামি নিয়েছিলেন ৫০ উইকেট। এর মাঝে ছিল বিশ্বকাপের ১৭ উইকেটও। বিশ্বকাপের পর ইনজুরি, ফিটনেস ইস্যু ও বুমরাহ-ভুবনেশ্বরদের মতো তরুণ পেসারদের উত্থানে দলে জায়গা হারান শামি। ২০১৭ সালের জুলাইয়ে দলে ফেরার পর থেকেই আছেন দারুণ ফর্মে। গত অক্টোবর থেকে ১৩ ওয়ানডেতে শামি নিয়েছেন ২২ উইকেট। ভুবনেশ্বর কুমারের সাথে তিনিই ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ফাস্ট বোলার।
এজন্যই অনেকটা অনুমেয়ভাবেই বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন শামি। নিজের ফিটনেসটা ধরে রাখতে পেরেছেন বলেই এমনটা হয়েছে, বিশ্বাস শামির, ‘অনেক ওজন কমিয়েছি আমি। মনে হচ্ছে ক্যারিয়ারের একদম শুরুর দিকে ফিরে গেছি! এটা বিশ্বকাপেও ধরে রাখতে চাইবো। তিন বছর আগে যেভাবে বল করতাম, এখন সেটা একটু বদলে গেছে। আমার আত্মবিশ্বাস বেড়েছে, গত দেড় বছরে আমার পারফরম্যান্সের দিকে তাকালেই সেটা বোঝা যায়। নিজের ফিটনেস নিয়ে অনেক বেশি কাজ করি। এটা নিয়ে টিম ম্যানেজমেন্টের সাথে নিয়মিত আলোচনাও হয়।’
নিজের দ্বিতীয় বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে যাচ্ছেন শামি। গতবারের মতো এবারও বল হাতে ভালো কিছু করার প্রত্যাশা তাঁর, ‘দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে আমি দারুণ খুশি। ২০১৫ বিশ্বকাপে যেভাবে পারফর্ম করেছিলাম, এবারও তেমনটাই করতে চাই। দলের জয়ে ভূমিকা রাখতে পারাটাই হবে আমার মূল লক্ষ্য।’