• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    বিশ্বকাপ স্কোয়াডে মোসাদ্দেক, সঙ্গে চমক রাহী

    বিশ্বকাপ স্কোয়াডে মোসাদ্দেক, সঙ্গে চমক রাহী    

    বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। সঙ্গে চমক হয়ে এসেছে ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় থাকা পেসার আবু জায়েদ রাহীর নাম। ১৫ জনের স্কোয়াডে বাকি নামগুলিতে চমক নেই, আছেন অনুমিত জনরাই। বিশ্বকাপ দিয়েই দলে ফিরছেন চোটের কারণে নিউজিল্যান্ড সফর মিস করা সাকিব আল হাসান।

    মোটামুটি ১৩ জনের নাম নিশ্চিত হয়ে ছিল আগে থেকেই। অপেক্ষা ছিল বাকি দুটি জায়গা নিয়েই। সেখানে মোসাদ্দেক ও ইয়াসির এবং তাসকিন হোসেন ও শফিউল ইসলামের নাম ছিল আলোচনায়। তবে কপাল খুললো মোসাদ্দেক ও রাহীর। বিপিএলে দারুণ ছন্দে থাকার পর চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজ মিস করেছিলেন তাসকিন, বিশ্বকাপ দিয়ে ফেরা হলো না তার।

    গত বছর এশিয়া কাপে শেষ খেলেছিলেন মোসাদ্দেক, সবচেয়ে বড় টুর্নামেন্টে ফিরছেন তিনি আবার। আর রাহী ক্যারিয়ারে ৫ টেস্টের সঙ্গে খেলেছেন ৩টি টি-টোয়েন্টি। নিউজিল্যান্ড সফরেও টেস্টে নজর কেড়েছিলেন তিনি।



    দলে টপ অর্ডারে তামিম ইকবালের সঙ্গে আছেন সৌম্য সরকার ও লিটন দাস। দলে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও রাহী ছাড়া পেসার আরও তিনজন- রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও সাইফউদ্দিন। স্পিনে সাকিবের সঙ্গী মেহেদি হাসান মিরাজ, সঙ্গে কাজে আসতে পারে মাহমুদউল্লাহ-সাব্বিরের পার্ট-টাইম বোলিং। 

    মিডল অর্ডারে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও সাকিব ছাড়াও আছেন মোহাম্মদ মিঠুন। মুশফিকের সঙ্গে ব্যাক-আপ উইকেটকিপার হিসেবে আছেন লিটন। 

    বিশ্বকাপের স্কোয়াডের সঙ্গে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দলও ঘোষণা করা হয়েছে। সেখানে বাড়তি হিসেবে নেওয়া হয়েছে ইয়াসির ও স্পিনার নাঈম হাসান। 

    ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভালে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে বাংলাদেশের। 

     

    বাংলাদেশ স্কোয়াড- 
    মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, সাব্বির রহমান, সাইফ উদ্দিন, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী

     

     

    আয়ারল্যান্ড সিরিজের জন্য যুক্ত হবেন- ইয়াসির আলি রাব্বি, নাঈম হাসান।