• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    সিটিজেনরা কতোখানি চায়, দেখার আছে গার্দিওলার

    সিটিজেনরা কতোখানি চায়, দেখার আছে গার্দিওলার    

    ম্যানচেস্টার সিটি সমর্থকদের সেমিফাইনালে ওঠার আকাঙ্ক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন পেপ গার্দিওলা। সিটি ম্যানেজার টটেনহাম হটস্পারের বিপক্ষে দ্বিতীয় লেগে সমর্থকদের কাছে এমন একটা পরিবেশ দাবি করছেন যেটা সিটিকে জিততে জিততে সাহায্য করবে।

     

     

    প্রথম লেগের পর ১-০ গোলে পিছিয়ে আছে সিটি। ইতিহাদে ম্যাচের আগে সংবাদসম্মেলনে গার্দিওলা বলেছেন, সমর্থকেরা কী করেন সেটা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। "আমি দেখতে শুধু খেলোয়াড়রাই নয়, সমর্থকেরাও সেমিফাইনালে যেতে চায়। আমি এটা দেখতে চাই। আগামীকাল রাতে তাঁরা যদি আমাকে সাহায্য না করে, তাহলে যেন অন্তত খেলোয়াড়দের সাহায্যটা করে।"

    এরপর গার্দিওলা নিজে আবার মজার ছলে নিজের সমালোচনাও করেছেন, "আমি জানি লোকে ভাবে এখানে আমি এসেছি চ্যাম্পিয়নস লিগ জিততে। কিন্তু আমি আসলে এখানে এসেছি আমার নিজের দল নিয়ে খেলতে। গত ২০ মাসে আমার দল যেভাবে খেলছে আমি সেভাবেই খেলতে চাই। সত্যি বলতে আমি আসলে চ্যাম্পিয়নস লিগ জিততে এখানে আসিনি।" 

    "আর অবশ্যই আমি চ্যাম্পিয়নস লিগ জিততে চাই। বায়ার্ন মিউনিখ বড় ক্লাব। তিন মৌসুম সেখানে কাটিয়ে সবকিছু জিতেও আমি চ্যাম্পিয়নস লিগ জিততে পারিনি। এটা আসলে বড় ব্যর্থতাই!"

    "এখন এটা নিয়ে আমি আর কী বলব? মেনে নিয়েছি। তবে এটা খুব বড় ব্যাপারও না আমার কাছে। আমি জানি এখানে সব বড় দল খেলে। অন্যরাও ভালো খেলে। অনেক বড়দল আবার অনেক আগেই ঝড়ে পড়ে।"