আয়াক্স অসম্ভবকে সম্ভব করেছে: ডি লিট
এবারের আসর শুরুর আগে কেউ যদি এমন ভবিষ্যৎবাণী করতেন, তাহলে নিশ্চয়ই তাকে নিয়ে রীতিমত হাসাহাসিই হতো! ফুটবল বিশ্বকে চমকে দিয়েই ২২ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে আয়াক্স। জুভেন্টাসকে তাদের মাঠেই হারিয়ে সেমিতে ওঠার পর আয়াক্স অধিনায়ক মাথিয়াস ডি লিট বলছেন, অসম্ভবকে সম্ভব করেই জিতেছে তার দল।
শেষবার আয়াক্স যখন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠে, সেই সময় ডি লিটের জন্মই হয়নি! প্রথম লেগে ১-১ গোলে ড্রয়ের পর তুরিনে দ্বিতীয় লেগে তার ভুলেই গোল করেছিলেন রোনালদো। পরে অবশ্য ১৯ বছর বয়সী ডি লিটের গোলেই জয় পেয়েছে আয়াক্স।
এমন জয়ে ভাষা হারিয়ে ফেলেছেন ডি লিট, ‘এটা আসলে অবিশ্বাস্য, অস্বাভাবিক একটা ব্যাপার! আমি আসলে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না! অসম্ভবকে সম্ভব করেছি আমরা, আবার প্রমাণ করেছি, বড় দলকেও টক্কর দিতে পারি। শেষবার আয়াক্স যখন সেমিতে উঠেছিল, আমার তো জন্মই হয়নি! এজন্যই উচ্ছ্বাসটা হয়ত একটু বেশিই ছিল।’
গত ১৪ বছরে এই প্রথমবার ইংল্যান্ড, জার্মানি, স্পেন, ইতালি ও ফ্রান্সের বাইরের দেশের কোন ক্লাব চ্যাম্পিয়নস লিগের সেমিতে উঠলো। দলের এমন পারফরম্যান্সে দারুণ খুশি কোচ এরিক টেন হাগ, ‘আমাদের দলে দুর্দান্ত কিছু প্রতিভা আছে, প্রতি ম্যাচে তাঁরা আগের চেয়ে ভালো খেলছে। আমরা হয়ত ফেবারিট নই, কিন্তু আমাদের লক্ষ্যটা আকাশছোঁয়া। আমরা জানি কীভাবে সেটা ছুঁতে হবে। ম্যানচেস্টার সিটি কিংবা টটেনহামের বিপক্ষে ম্যাচটা বড় চ্যালেঞ্জ হবে। আমরা সেটার জন্য মুখিয়ে আছি।’
১৯৯৫ সালে শেষবার চ্যাম্পিয়নস লিগ জিতেছিল আয়াক্স। টেন হাগ বলছেন, দুই যুগ পর আয়াক্সের সেমিতে ওঠা ডাচ ফুটবলের জন্যও বড় পাওয়া, ‘ডাচ ফুটবলের জন্য এমন ফলাফল দারুণ একটা খুশির খবর। আমরা অবিশ্বাস্য কিছু করে দেখাতে পারব, এই বিশ্বাসটা সবার মাঝে জন্মেছে।’
রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসকে বিদায় করে দেওয়া আয়াক্স কি পারবে শিরোপা ঘরে তুলতে?