• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    বিশ্বকাপে গেইলদের মেন্টর সারওয়ান

    বিশ্বকাপে গেইলদের মেন্টর সারওয়ান    

    আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিন বছর আগে। অবসর নেওয়ার আগে ক্রিস গেইলদের সাথেই খেলতেন রামনারেশ সারওয়ান। এবারের বিশ্বকাপে আবার গেইলদের সাথে থাকছেন তিনি।আসন্ন বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সাথে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে ক্যারিবিয়ানদের মেন্টরের দায়িত্ব পালন করবেন সারওয়ান।

    সারওয়ানের এই নতুন দায়িত্বটা অবশ্য এসেছে অনেকটা অপ্রত্যাশিতভাবেই। গত সোমবার ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের জন্য ঘোষিত স্টাফদের তালিকায় নাম ছিল না তার। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরিচালক জিমি অ্যাডামসের অনুরোধেই দলের সাথে যোগ দিচ্ছেন সারওয়ান, ‘জিমির ফোন পেয়ে দারুণ উচ্ছ্বসিত ছিলাম আমি। দলের সাথে আবার কাজ করতে পারবো, এটাই অনেক বড় পাওয়া। মেন্টর হিসেবে আমাকে রাখা হয়েছে, আমার সর্বাত্মক চেষ্টা থাকবে সবাইকে সাহায্য করার। কোচ, কোচিং স্টাফকে যতটুক সাহায্য করা করা সম্ভব আমি করবো।’

    সারওয়ান মূলত কাজ করবেন ব্যাটসম্যানদের সাথেই। শুধু চার ছয় নয়, ব্যাটসম্যানদের সিঙ্গেল নেওয়ার ব্যাপারে বেশি মনযোগী তিনি, ‘সিঙ্গেল নেওয়ার ব্যাপারে আমাদের ব্যাটসম্যানদের কিছুটা সমস্যা আছে। এটা নিয়ে আমি কাজ করবো। রাতারাতি যে এটা ঠিক হয়ে যাবে সেটাও না। তবে তাদেরকে এই ব্যাপারগুলো বুঝানো জরুরী।’

     

     

    সারওয়ানের দলের সাথে যোগ দেওয়ার খুশি কোচ ফ্লয়েড রেইফারও, ‘সে ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিল। বিশ্বকাপের আগে তার অভিজ্ঞতা দলের অনেক কাজে দেবে। বিশেষ করে কীভাবে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে হয়, এটা সারওয়ান খুব ভালোভাবে পারে।’