"বিশ্বকাপে একজন কিপার নিয়ে বিপদে পড়বে অস্ট্রেলিয়া"
দুদিন আগেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ১৫ জনের সেই দলে একমাত্র উইকেটরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন অ্যালেক্স ক্যারি। তবে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে মাত্র একজন কিপার নেওয়াকে ভালো চোখে দেখছেন না সাবেক অস্ট্রেলিয়ান কিপার ইয়ান হিলি। হিলির মতে, আরেকজন কিপার না নিয়ে বড় ভুল করেছে অস্ট্রেলিয়া।
টিম পেইন, ম্যাথু ওয়েড নেই, নেই পিটার হ্যান্ডসকম্বও। পুরো টুর্নামেন্টে তাই শুরু ক্যারির ওপরই ভরসা করতে হবে অস্ট্রেলিয়াকে। হঠাৎ যদি ম্যাচের আগে অথবা ম্যাচ চলার সময় ইনজুরিতে পড়েন ক্যারি, তাহলে কিপিং কে করবেন সেটাই এখন বড় প্রশ্ন।
বিশ্বকাপের মাঝে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়তে পারে অস্ট্রেলিয়া, সতর্ক করলেন হিলি, ‘ক্যারি যদি অনুশীলন করার সময় ইনজুরিতে পড়ে? অথবা খেলার শুরুর ১০ ওভারের মাঝে যদি চোটের কারণে তাকে মাঠ ছাড়তে হয়? আমাদের কোন ব্যাকআপ নেই। এটা নিয়ে আমি খুবই চিন্তিত।’
এই বছর ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন হ্যান্ডসকম্ব। ৪৩.৫৪ গড়ে করেছেন ৪৭৯ রান। আছে একটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি। তবে স্টিভ স্মিথের ফেরায় দলে জায়গা হয়নি তার। হিলির মতে, দ্বিতীয় উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে হ্যান্ডসকম্বের দলে থাকা উচিত ছিল, ‘আমার মনে হয়েছিল কিপিংয়ের কথা ভেবে হলেও তাকে নেওয়া হবে। সে রাজ্য দলের হয়ে দারুণ কিপিং করেছে। বিশ্বকাপে ব্যাট হাতেও সে ভালো করতে পারত। ক্যারির ইনজুরি হলে সে বিকল্প হিসেবে ভূমিকা রাখার যোগ্য ছিল।’