• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    আর্চারকে ছাড়াই ইংল্যান্ডের বিশ্বকাপ প্রাথমিক দল

    আর্চারকে ছাড়াই ইংল্যান্ডের বিশ্বকাপ প্রাথমিক দল    

     


    জোফরা আর্চার থাকবেন না কি থাকবেন না, ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণার আগে এটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। শেষ পর্যন্ত ১৫ জনের প্রাথমিক বিশ্বকাপ দলের জায়গা পাননি আর্চার, তবে আয়ারল্যান্ড ও পাকিস্তান সিরিজের জন্য ইংল্যান্ডের দলে নেওয়া হয়েছে তাঁকে।

    গত মাসেই ইংল্যান্ডে খেলার অনুমতি পেয়েছিলেন বার্বাডোজে জন্ম নেওয়া আর্চার। তাঁকে দলে নেওয়া নিয়ে দুইভাগে বিভক্ত হয়ে গিয়েছিলেন ইংলিশ সাবেকরা। বর্তমান দলেরও মার্ক উডের মতো কেউ কেউ ভ্রু কুঁচকেছিলেন এ নিয়ে। তবে শেষ পর্যন্ত আর্চারকে ছাড়াই দল ঘোষণা করা হলো। যদিও সামনের মাস পর্যন্ত দল পরিবর্তন করার সুযোগ থাকছে। ১৫ জনের দলে জায়গা পেয়ে যাওয়া জো ডেনলি, লিয়াম প্লাঙ্কেট বা টম কারানদের খুব বেশি নির্ভার থাকারও সুযোগ নেই। পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ করে আর্চার ইংল্যান্ডের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েও যেতে পারেন। এই দুই সিরিজের পরেই ঘোষণা করা হবে বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের চূড়ান্ত ১৫ জনের দল।

    আয়ারল্যান্ডের বিপক্ষে ১৪ জনের দলে অবশ্য মইন আলি, বেন স্টোকস, জনি বেইরস্টো ও জস বাটলারদের বিশ্রাম দেওয়া হয়েছে, তাঁরা সবাই খেলছেন আইপিএলে। সেখানে সুযোগ পেয়েছেন জেমস ভিন্স ও স্যাম বিলিংস। আর আর্চারের মতো পাকিস্তান ও আয়ারল্যান্ড সিরিজের দলে আছেন ক্রিস জর্ডানও, যদি বিশ্বকাপের প্রাথমিক দলে সুযোগ হয়নি তাঁর।  

     

    বিশ্বকাপ স্কোয়াড 

    ওইন মরগান (অধিনায়ক), মইন আলি, জনি বেইরস্টো, জস বাটলার, টম কারান, জো ডেনলি ,অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড

    পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড

    ওইন মরগান (অধিনায়ক), মইন আলি, জনি বেইরস্টো , জস বাটলার , টম কারান , জো ডেনলি অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড, জোফরা আর্চার, ক্রিস জর্ডান।

     

     

    আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ জনের স্কোয়াড

    ওইন মরগান (অধিনায়ক), জোফরা আর্চার, স্যাম বিলিংস, টম কারান, জো ডেনলি, ক্রিস জর্ডান, অ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, জেমস ভিন্স, ডেভিড উইলি, মার্ক উড