• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    বিশ্বকাপের আগেই অবসরে যাচ্ছেন মালিঙ্গা?

    বিশ্বকাপের আগেই অবসরে যাচ্ছেন মালিঙ্গা?    

    বিশ্বকাপে শ্রীলংকার অধিনায়ক হতে পারতেন তিনিই। কিন্তু লাসিথ মালিঙ্গাকে সরিয়ে চার বছর ধরে ওয়ানডে না খেলা দিমুথ করুনারত্নেই অধিনায়ক ঘোষণা করেছে শ্রীলংকান বোর্ড। আর এতেই চটেছেন মালিঙ্গা। ক্রিকেটারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া এক বার্তায় মালিঙ্গা ইঙ্গিত দিয়েছেন, বিশ্বকাপের আগেই অবসর নিতে পারেন তিনি!

    ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে কখনোই ভালো কিছু করে দেখাতে পারেননি মালিঙ্গা। তার নেতৃত্বে নয়টি ওয়ানডের সবকয়টিতেই হেরেছে লংকানরা। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে মালিঙ্গার দল। সাথে যোগ হয়েছে দলের কয়েকজনের সাথে তার বিরূপ সম্পর্কও।

    সবকিছু মিলিয়ে মালিঙ্গাকে অধিনায়ক রাখতে চায়নি বোর্ড। তার জায়গায় করুনারত্নেই বিশ্বকাপে নেতৃত্ব দেবেন দলকে। বোর্ডের এমন সিদ্ধান্তে রীতিমত ক্ষুব্ধ মালিঙ্গা। দলের সদস্যদের গ্রুপ চ্যাটে তিনি লিখেছেন, 'মাঠে হয়ত আমাদের আর দেখা হবে না। যারা আমার পাশে ছিলেন তাদের ধন্যবাদ। সবাই শুভকামনা।’

     

     

    মালিঙ্গার এই বার্তাটি এসেছে করুনারত্নেকে অধিনায়ক ঘোষণা করার এক ঘণ্টার মাঝেই। তাই গুঞ্জন উঠেছে, মালিঙ্গা বিশ্বকাপের আগেই জাতীয় দলকে বিদায় বলতে পারেন। লংকান বোর্ডের এক সদস্য জানিয়েছেন, অবসরের ঘোষণা না দেওয়া পর্যন্ত বিশ্বকাপের দলে থাকবেন মালিঙ্গা, ‘জানিনা তিনি ওই বার্তায় কী বুঝিয়েছেন। মালিঙ্গার বুঝা উচিত অধিনায়কত্বের চেয়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা বেশি গুরুত্বপূর্ণ। যদি সে শেষ মুহূর্তে না খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা তার বদলি প্রস্তুত রাখবো।' 

    সূত্র-ডেকান ক্রনিকেলস