• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ভিএআরের 'দুর্ভাগ্য' মেনে নিয়েছেন গার্দিওলা

    ভিএআরের 'দুর্ভাগ্য' মেনে নিয়েছেন গার্দিওলা    

    চ্যাম্পিয়নস লিগে ভিএআর আনার ব্যাপারে সবচেয়ে জোরালো দাবিটা তুলেছিলেন তিনিই। সেই ভিএআরেই কপাল পুড়ল পেপ গার্দিওলার। কোয়ার্টার ফাইনালের অন্তিম মুহূর্তে রাহিম স্টার্লিংয়ের গোল বাতিল হওয়ায় চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের পর গার্দিওলা বলছেন, ভিএআরের এই ‘দুর্ভাগ্য’ মেনে নিয়েছেন তিনি।

    শুধু স্টার্লিংয়ের গোল বাতিল নয়, ভিএআর সিটির বিপক্ষে গেছে টটেনহামের ফার্নান্দো ইয়োরেন্তের ৭৩ মিনিটের গোলের সময়ও। কর্নারের পর লাগিয়ে উঠে হেড করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেটা তার উরু ও হাতে লেগেই জালে জড়ায়। রেফারি বেশ কিছুক্ষণ ভিএআরের সাহায্য নিয়ে গোল বহাল রেখেছেন। হাত ‘এক্সটেন্ডেড’ না হয়ে শরীরের সাথেই ছিল, তাই সেই যাত্রায় পার পেয়ে গেছেন ইয়োরেন্তে। তার এই গোলটাই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিয়েছে। অ্যাওয়ে গোলে এগিয়ে থেকে সেমিতে গেছে টটেনহাম।

    ম্যাচের যোগ করা সময়ে স্টার্লিং গোল করেছিলেন, উদযাপনও শুরু করে দিয়েছিলেন সিটির সবাই। তখনই তাদের হতাশ করে ভিএআর। নিজেদের দুর্ভাগ্যটা মেনে নিচ্ছেন গার্দিওলা, ‘আমি সবসময়ই ভিএআরের পক্ষে। হয়ত একটা অ্যাঙ্গেল দিয়ে ইয়োরেন্তের গোল হ্যান্ডবল ছিল, রেফারির দিক দিয়ে হয়ত তেমনটা মনে হয়নি। আমি সবসময়ই চাই রেফারি সঠিক সিদ্ধান্ত নিক। তাদেরও সাহায্য দরকার। যখন গোলটা অফসাইডে হবে, তখন সেটা অফসাইড ধরেই বাতিল করতে হবে। এটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু মেনে নেওয়া ছাড়া আর কী বা করার আছে?’

     

     

    চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন তো শেষ। লিগ শিরোপা ধরে রাখতে সিটির সামনে অন্যতম বড় বাধা এই টটেনহামই। আগামী শনিবার ইতিহাদে মুখোমুখি দুই দল। গার্দিওলা বলছেন, চ্যাম্পিয়নস লিগের হারটা ভুলে লিগের কথা ভাবতে হবে, ‘যা হয়েছে সেটা নিয়ে আর ভাবতে চাই না। শনিবারের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। সেটার জন্য প্রস্তুতি নিতে হবে। এখনো শিরোপা জয় আমাদের নিজেদের হাতেই আছে।’