• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    আর্সেনালের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া, চেলসির ফ্রাঙ্কফুর্ট

    আর্সেনালের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া, চেলসির ফ্রাঙ্কফুর্ট    

    ইউরোপা লিগ যে উনাই এমেরির টুর্নামেন্ট সেটা আরও একবার প্রমাণ করলেন তিনি। স্প্যানিশ ম্যানেজারের দুর্দান্ত আর্সেনাল অ্যাওয়ে ম্যাচেও নাপোলিকে হারিয়ে দিয়েছে ১-০ গোলে। দুই লেগ মিলিয়ে তাই ৩-০ গোলের জয়ে আর্সেনালই উঠে গেছে সেমিফাইনালে। সেখানে এমেরির দলের প্রতিপক্ষ তার সাবেক ক্লাব ভ্যালেন্সিয়া। ২০০৮ থেকে চার বছর ভ্যালেন্সিয়ার ম্যানেজার ছিলেন এমেরি।

    প্রথম লেগে স্লাভিয়া প্রাগের মাঠে ঘাম ঝরিয়ে জয় পাওয়া চেলসিকে স্ট্যামফোর্ড ব্রিজেও জয়ের জন্য শক্ত লড়াই করতে হয়েছে। উজ্জীবিত স্লাভিয়া প্রাগ শেষ পর্যন্ত হেরেছে ৪-৩ গোলে। দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলের জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে চেলসির। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। রাতের সবচেয়ে বড় চমকটা দেখিয়েছে তারাই।  প্রথম লেগে বেনফিকা ৪-২ গোলে জিতলেও, ঘরের মাঠে ফ্রাঙ্কফুর্ট বেনফিকাকে ২-০ গোলে হারিয়ে অ্যাওয়ে গোলের নিয়মে চলে গেছে পরের রাউন্ডে।

    সান পাওলোতে অ্যালেক্সান্ডার লাকাজেতের দুর্দান্ত এক ফ্রি কিক ম্যাচ জিতিয়েছে আর্সেনালকে। কার্লো আনচেলত্তির নাপোলি প্রথম লেগে পিছিয়ে ছিল ২-০ গোলে। ঘরের মাঠে তাই দুর্দান্ত শুরু দরকার ছিল নাপোলির। শুরুটা ভালোই হয়েছিল তাদের। হোসে মারিয়া ক্যালেহনের দুইটি সুযোগ গোলে পরিণত হতে পারত। ক্যালেহনের নেয়ার পোস্টে নেওয়া শট ঠেকিয়ে দেন পিটার চেক। আর পরে ফাঁকায় থেকেও হেড মারেন বাইরে দিয়ে। ওই ধাক্কা সামলে এরপর দুর্দান্তভাবে ফিরে আসে আর্সেনাল। ৩৬  মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে ফ্রি কিক পেয়ে যায় গানাররা। ফ্রি কিক থেকে দারুণ এক গোল করে অ্যালেক্সান্ডার লাকাজেত নাপোলির মাঠে এগিয়ে নেন দলকে।

    এরপর আর সেভাবে নিশ্চিত গোলের সুযোগই তৈরি করতে পারেনি নাপোলি। তখন তাদের জিততে হলে বাকি সময়ে করতে হত ৪ গোল। প্রায় অসম্ভব কাজটা সম্ভব করার মতো চেষ্টাটাও শেষ পর্যন্ত করা হয়নি আনচেলত্তির দলের। উলটো পিয়ের এমেরিক অবামেয়াং দ্বিতীয়ার্ধে দারুণ একটি সুযোগ হাতছাড়া না করলে আর্সেনালই গোল করে বসত আরেকবার। আনচেলত্তির সপ্তম ম্যানেজার হিসেবে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ- দুই শিরোপা জয়ের স্বপ্নটা তাই এবার এখানেই থেমে গেছে।   

    জয়ের পরও অবশ্য একটু আফসোস নিয়ে ইতালি থেকে ফিরতে হচ্ছে আর্সেনালকে। প্রথমার্ধে হ্যামস্ট্রিংয়ে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন অ্যারন রামসে। ম্যাচ শেষে ম্যানেজার এমেরি জানিয়েছেন, ওই ইনজুরিতে হয়ত মৌসুমটাই শেষ হয়ে যেতে পারে ওয়েলশম্যানের। প্রথম লেগে তার দুর্দান্ত পারফরম্যান্স অনেক দূর এগিয়ে দিয়েছিল আর্সেনালকে। প্রথম গোলটাও ছিল তারই করা। আর্সেনালের জার্সি গায়ে রামসে হয়ত শেষ ম্যাচটা খেলে ফেললেন তার নতুন ঠিকানা ইতালিতে। মৌসুম শেষেই তিনি যোগ দেবেন জুভেন্টাসে।

    স্ট্যামফোর্ড ব্রিজে স্লাভিয়া প্রাগের বিপক্ষে প্রথম আধঘন্টাতেই ৪ গোল করে ফেলেছিল চেলসি। পেদ্রো করেছেন জোড়া গোল। তার সঙ্গে একটি আত্মঘাতী ও আরেকটি এসেছে অলিভিয়ের জিরুর কাছ থেকে। ঘরের মাঠে দারুণ শুরুর পরও অবশ্য চেলসিকে খানিকটা বিপদে ফেলে দিয়েছিল চেক প্রজাতন্ত্রের দলটি। ২৫ মিনিটে এক গোল শোধ করে ৪-১ ব্যবধানে বিরতিতে গিয়েছিল ম্যাচ। এরপর ৫১ আর ৫৪ মিনিটে দুই গোল দিয়ে ম্যাচ কিছুটা জমিয়ে তুলেছিল প্রাগ। শেষ পর্যন্ত অবশ্য নাটকীয় কিছু হয়নি।

     

     

    তবে নাটকটা ভালোমতোই জমেছিল ফ্রাঙ্কফুর্টে। আগের লেগে হ্যাটট্রিক করে নায়ক বনে গিয়েছিল হোয়াও ফেলিক্স। কিন্তু তার বেনফিকাকে ফিরতে হচ্ছে খালি হাতেই। উত্তেজনায় ঠাসা ম্যাচে ২-০ গোলে জিতে বেনফিকাকে বিদায় করে দিয়েছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। ৩৬ মিনিটে ফিলিপ কস্টিচ ও ৬৭ মিনিটে সেবাস্তিয়ান রুডি করেছেন গোল দুইটি।