বদলে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ জার্সি
বিশ্বকাপের দল ঘোষণার সঙ্গে জার্সিও উন্মোচন করেছে দক্ষিণ আফ্রিকা। হালকা সবুজ বডির সঙ্গে হাত ও কলার গাড় সবুজ, হাতে আছে ডোরাকাটা স্ট্রাইপ। এ জার্সি বানিয়েছে দক্ষিণ আফ্রিকার কিট-স্পন্সর নিউ ব্যালেন্স। এ বছরের শুরুতে নিউ ব্যালেন্সের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত বাড়িয়েছিল ক্রিকেট সাউথ আফ্রিকা, সিএসএ।
ইংল্যান্ড বিশ্বকাপে এ জার্সি পরবে দক্ষিণ আফ্রিকা/টুইটার
নিজেদের প্রথম বিশ্বকাপেই রঙিন জার্সি পরার সুযোগ হয়েছিল দক্ষিণ আফ্রিকার। ১৯৯২ সালে অবশ্য বৃষ্টিতে ভেসে গিয়েছিল প্রোটিয়া রঙ।
১৯৯৬- পাকিস্তান, কেনিয়ার সঙ্গে সবুজ ছিল দক্ষিণ আফ্রিকাও। আরব আমিরাত অধিনায়ক সুলতান জারাওয়ানির মাথায় আঘাত পর উদ্বিগ্ন অ্যালান ডোনাল্ড।
১৯৯৯- এই জার্সির বোধহয় কোনও বর্ণনার প্রয়োজন নেই
২০০৩- ঘরের মাঠে জার্সিতে বড় করে ছিল দেশের নামটাই
২০০৭- আবারও সেমিফাইনাল!
২০১১- ফ্ল্যাট জার্সি, সাদামাটা পারফরম্যান্স। দক্ষিণ আফ্রিকা আটকে গিয়েছিল কোয়ার্টার ফাইনালেও।
২০১৫- যে ছবি শুধুই কাঁদায় দক্ষিণ আফ্রিকাকে!