মোনাকোর বিপক্ষেই ফিরছেন নেইমার?
পায়ের গুরুতর ইনজুরিতে পড়ে জানুয়ারি থেকে মাঠের বাইরে আছেন ব্রাজিল এবং প্যারিস সেইন্ট জার্মেই ফরোয়ার্ড নেইমার। খেলতে পারেননি চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের কোনো ম্যাচই। অবশেষে এতদিন ইনজুরির সাথে লড়াই করা নেইমারের থেকে সুসংবাদ পেয়েছে পিএসজি। আগামীকাল এএস মোনাকোর বিপক্ষে মাঠে নামতে পারেন তিনি।
প্রায় তিন মাস পর মাঠে ফেরার দিনটা শিরোপা জিতেই উদযাপন করতে পারেন নেইমার। পার্ক ডি প্রিন্সে সোমবার মোনাকোতে হারালে সেদিনই টানা ফ্রেঞ্চ লিগের শিরোপা নিশ্চিত হবে পিএসজির। অবশ্য নেইমার ফেরার অনেক আগেই লিগ নিশ্চিত করতে পারত তারা। গত তিন সপ্তাহে স্ট্রাউসবার্গ, লিলে এবং নঁতের সাথে জিততে না পারায় অপেক্ষাটা বেড়েছে থমাস তুকেলের দলের।
নেইমারের অনুপস্থিতিতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল থেকেই বিদায় নিয়েছে পিএসজি। জুন মাসে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকার মাস দুয়েক আগে নেইমারের ফেরা অবশ্যই তিতের ব্রাজিলের জন্য ইতিবাচক দিক। নিজেদের মাঠে আক্রমণে নেইমারের নেতৃত্বে ১২ বছর পর কোপার শিরোপা ঘরে তোলার মিশনে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।