• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    'আইপিএলে সাকিব কয়েকটি ম্যাচ খেলে ফিরলে ওর জন্য ভালোই হবে'

    'আইপিএলে সাকিব কয়েকটি ম্যাচ খেলে ফিরলে ওর জন্য ভালোই হবে'    

    সেই প্রথম ম্যাচে মিলেছিল সুযোগ। এরপর কেন উইলিয়ামসন ফিট হয়ে ফিরেছেন, মোহাম্মদ নবীও কিছু ম্যাচ খেলেছেন। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশে সাকিব আল হাসানের আর সুযোগ হয়নি। আজ থেকেই আবার শুরু হয়ে গেছে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প। বিশ্বকাপের দল ঘোষণার পরেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, সাকিবকে ভারত থেকে ফিরে ক্যাম্পে যোগ দেওয়ার জন্য চিঠি পাঠাবে বোর্ড। তবে পরিবর্তিত পরিস্থিতিতে কিছু ম্যাচ খেলার সুযোগ আছে সাকিবের। বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ যেমন মনে করছেন, সাকিব আইপিএলে এক দুইটি ম্যাচ খেলে এলে তাতে তিনি আপত্তির কিছু দেখেন না।

    মাসখানেক প্রায় হয়ে গেছে, আইপিএল অধ্যায়টা একরকম হতাশারই কাটছে সাকিবের। এর মধ্যে অবশ্য দেশ থেকে নিজের গুরু ও কোচ সালাহউদ্দিনকে উড়িয়ে নিয়ে গেছেন ভারতে। সানরাইজার্সের মূল অনুশীলনের বাইরে সাকিব আলাদা করে নেট করছেন। তবে বসে থাকতে হওয়ায় তাঁকে দেশে ফিরে ক্যাম্পে যোগ দিতে বলেছিল বোর্ড। তবে পরিবর্তিত পরিস্থিতিতে ম্যাচ খেলার সুযোগ থাকায় সাকিবের ফেরা কিছুদিন পিছিয়েও যেতে পারে।

    ইংল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতির জন্য জনি বেইরস্টো আগামীকাল ২৩ এপ্রিলে ফিরে যাবেন দেশে। তাঁর জায়গায় খেলার একটা সম্ভাবনা আছে সাকিবের। ওয়ালশ নিজেও জানেন তা, ‘আইপিএলে সে কিছু ম্যাচ খেলতে পারলে তো ভালোই হতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে খেলার খুব একটা সুযোগ হয়নি তার। আমার মনে হয় ওখানকার আবহ আর কন্ডিশন অনুযায়ী সে কিছু ম্যাচ পেলে সেটা খুবই ভালো। কারণ এই মুহূর্তে ম্যাচ ফিটনেস তার জন্য বড় ব্যাপার। অনেক দিন ধরেই তো চোটে ছিল সে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, বিশ্বকাপের আগে আইপিএলের কয়েকটি ম্যাচ খেললে সেটি তার জন্য ভালোই হবে।’

     

     

    কিন্তু সাকিব ক্যাম্পে না থাকায় কোচদের পরিকল্পনায় কতটা ক্ষতি হবে? ওয়ালশ খুব বড় করে দেখছেন না এই ব্যাপারটা, ‘আমার মনে হয় সবাই ব্যাপারটা বুঝতে পারবে। আমার কাছে এখানে এসে অনুশীলন করার চেয়ে ওখানে এক দুইটি ম্যাচ খেললে সেটি খারাপ হবে না। আয়ারল্যান্ডের আগে সেটা ওর জন্য ভালোই হবে। আয়ারল্যান্ডে ওকে আমরা যত তাড়াতাড়ি পাব সেটি ওর আর দলের জন্য ভালো।’