এখনো বিশ্বকাপে খেলার সুযোগ আছে আমিরের: সরফরাজ
বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডে জায়গা হয়নি তার। মোহাম্মদ আমির অবশ্য আছেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে। সেই সিরিজে ভালো কিছু করে দেখালে বিশ্বকাপে সুযোগ পেলেও পেতে পারেন আমির। পাকিস্তান কোচ মিকি আর্থার ও অধিনায়ক সরফরাজ আহমেদ বলছেন, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে আমিরের দিকে 'বিশেষ নজর' রাখবেন তারা। ভালো পারফর্ম করলে আমির ফিরতে পারেন বিশ্বকাপ স্কোয়াডেও।
২০১৭ সালে ইংল্যান্ডে হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে আমির ছিলেন দুর্দান্ত ফর্মে। ফাইনালে ভারতের বিপক্ষে হয়েছিলেন ম্যাচসেরাও, সেই সুবাদে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। তবে এরপর থেকেই ফর্মের গ্রাফটা শুধু নিচেই নেমেছে তার। ৯২.৬০ গড়ে এরপর ১৪ ম্যাচে নিয়েছেন মাত্র ৫ উইকেট! অনেকটা অনুমেয়ভাবেই তাই পাকিস্তানের স্কোয়াড থেকে বাদ পড়েছেন আমির।
সফরাজ বলছেন, আমিরের বিশ্বকাপের স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি, ‘ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটা আমিরের জন্য বড় সুযোগ। সে অনুশীলনে কঠোর পরিশ্রম করছে। প্রস্তুতি ম্যাচেও সে ভালো বোলিং করেছে। যদি ইংল্যান্ডে সে ভালো করতে পারে, বিশ্বকাপে সুযোগ পাওয়াটাও অসম্ভব কিছু না। আমরা ছয়জন পেসার নিয়েছি, সেও যদি দলে থাকে তাহলে সবার মাঝে একটা প্রতিযোগিতা হবে একাদশে জায়গা পাওয়া নিয়ে। আর তাদের মাঝে মাঝে বিশ্রাম দিয়ে চাপটাও বাড়তে দেবো না আমরা।’
সরফরাজের সাথে একমত আর্থারও, ‘গত কয়েক সপ্তাহে আমির দারুণ পরিশ্রম করছে, তার ফিটনেসও ভালো আছে। ইংল্যান্ডে নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ পাবে সে। সেখানেই আমির আমাদের দেখাতে পারবে সে বিশ্বকাপে খেলার যোগ্য কিনা।’
ভাইরাস জ্বরের কারণে এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা স্পিনার শাদাব খান। আমির যদি ইংল্যান্ডে ভালো করেন, আর শাদাব যদি ঠিক সময়ে সুস্থ না হন, তাহলে কপাল খুলতে পারে আমিরেরও।