১৬০০ কিলোমিটার পাড়ি দিয়ে একাই সমর্থন যোগালেন ক্লাবকে!
দ্বিতীয় বিভাগ থেকে অবনমিত হওয়ার দ্বারপ্রান্তে আছে ক্লাবটি। এমন সময়ে ১৬০০ কিলোমিটার দূরে তাদের অ্যাওয়ে ম্যাচ দেখতে যাবেন, এমন কট্টর সমর্থক খুঁজে পাওয়া মুশকিল। প্রতিপক্ষের মাঠে কোন সমর্থক ছাড়াই খেলতে যাবে স্প্যানিশ ক্লাব কর্দোবা, এমনটাই ধারণা করা হচ্ছিল। তবে সবাইকে অবাক করে তাদের ‘মান’ বাঁচিয়েছে একজন সমর্থক। রিয়াল ওভিয়েডোর মাঠে কর্দোবাকে একাই সমর্থন জুগিয়ে গেছেন জাভি হিমেনেজ নামের এক সমর্থক।
২০১৪-১৫ মৌসুমে লা লিগায় খেলেছিল কর্দোবা। এরপর অবনমনে পড়ে তারা। এবার দ্বিতীয় বিভাগে ৩৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ২১ তম অবস্থানে আছে ক্লাবটি। অবিশ্বাস্য কিছু না হলে ২০০৬-০৭ মৌসুমের পর এই প্রথমবার তৃতীয় বিভাগে নেমে যাবে কর্দোবা।
এমন অবস্থায় গতকাল ১৬০০ কিলোমিটার দূরে রিয়াল ওভিয়েডোর মাঠে খেলতে গিয়েছিল কর্দোবা। সেখানে প্রতিপক্ষের সমর্থকদের জন্য সংরক্ষিত গ্যালারি ছিল পুরোপুরি ফাঁকা। শুধু হিমেনেজ একাই কর্দোবার জার্সি গায়ে সমর্থক জুগিয়ে গেছেন ক্লাবকে।
হিমেনেজের এমন সমর্থনে অভিভূত কর্দোবা। ম্যাচ শেষে এক টুইটে তারা বিশেষ ধন্যবাদ জানিয়েছে তাকে, ‘আপনার মতো ভক্তদের জন্যই আমরা সবকিছু করি। এতো লম্বা পথ পাড়ি দিয়ে খেলা দেখতে যাওয়ার জন্য ধন্যবাদ।’
এতো দূরের পথ পাড়ি দিয়ে অবশ্য খুব বেশি হতাশ হতে হয়নি হিমেনেজকে। কর্দোবা ম্যাচটি ৩-৩ গোলে ড্র করেছে।