জীবনে প্রথমবারের মতো ইউনাইটেডকে সমর্থন করবেন মিলনার
দীর্ঘ ১৭ বছরের পেশাদার ক্যারিয়ারে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে কখনোই খেলেননি। লিভারপুল মিডফিল্ডার জেমস মিলনার কখনো ইউনাইটেডের ভক্তও ছিলেন না। তবে আগামী বুধবার একদিনের জন্য ইউনাইটেড সমর্থক বনে যাবেন তিনি! শিরোপা দৌড়ে লিভারপুলের মূল প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে ইউনাইটেডের জয় চেয়ে মিলনার বলছেন, জীবনে প্রথমবারের মতো ইউনাইটেডকে সমর্থন জানাবেন তিনি।
৩৫ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৮৮। এক ম্যাচ কম খেলে সিটিজেনদের পয়েন্ট ৮৬। নিজেদের সব ম্যাচে জিতলেই চ্যাম্পিয়ন হবে সিটি। লিভারপুলের আশা বেঁচে থাকবে শুধু সিটি পা হড়কালেই। আগুয়েরোদের বাকি চার ম্যাচের মাঝে সবচেয়ে কঠিন ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটাই। ওল্ড ট্রাফোর্ডে সিটি হারলে শিরোপার আশা উজ্জ্বল হবে লিভারপুলের।
মিলনার তাই ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের পক্ষেই থাকবেন, ‘জীবনে প্রথমবারের মতো আমি ইউনাইটেডকে সমর্থন জানাবো। তবে ম্যাচটা দেখব না, এতে শুধুই শক্তিক্ষয় হবে! ওই সময়ে কী করব জানি না, হয়ত বাইরে কোথাও খেতে যাব।’
এই মৌসুমে লিগে মাত্র একটি ম্যাচ হেরেছে লিভারপুল, সিটি হেরেছে চারটিতে। দুর্দান্ত পারফর্ম করেও শেষ পর্যন্ত যদি শিরোপা ঘরে তুলতে না পারে লিভারপুল, সেটার চেয়ে কষ্টের কিছু হবে না, মানছেন মিলনার, ‘মৌসুমে মাত্র একটি ম্যাচ হেরেও যদি শিরোপা জিততে না পারি, সেটা খুবই হতাশার। আমাদের নিজেদের কাজটা করে যেতে হবে, বাকি তিন ম্যাচ জিততে হবে। তাহলে সিটির ওপর চাপটা বজায় থাকবে। যদি শেষ পর্যন্ত সিটি তাদের সব ম্যাচে জিতে চ্যাম্পিয়ন হয়, তাহলে তাদের অভিনন্দন জানানো ছাড়া আর কিছু করার নেই। তারা দারুণ একটা দল, শিরোপা তারা আগেও জিতেছে।’