পান্টকে বিশ্বকাপ স্কোয়াডে না নিয়ে ভুল করেছে ভারত: পন্টিং
দিনেশ কার্তিক না রিশাভ পান্ট, বিশ্বকাপে ভারতের দ্বিতীয় উইকেটরক্ষক কে হবেন? এ নিয়ে বেশ কয়েক মাস ধরেই চলেছে জল্পনা কল্পনা। শেষ পর্যন্ত মহেন্দ্র সিং ধোনির বিকল্প কিপার হিসেবে স্কোয়াডে জায়গা হয়নি পান্টের। আইপিএলে পান্টের কোচ ও সাবেক বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং বলছেন, পান্টকে বাদ দিয়ে বড় ভুল করেছে ভারত।
এখন পর্যন্ত মাত্র পাঁচটি ওয়ানডে খেলেছেন পান্ট, ব্যাট করেছেন চার ম্যাচে। এই চার ম্যাচের প্রতিটিতেই তাঁর স্ট্রাইক রেট ১০০ এর ওপরে। শেষ পর্যন্ত অবশ্য তাকে বাদ দিয়ে কার্তিককে নিয়েই ১৫ জনের স্কোয়াডে রেখে ভারতের নির্বাচকরা।
গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩৬ বলে অপরাজিত ৭৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দিল্লী ক্যাপিটালসকে জয় এনে দিয়েছেন পান্ট। দিল্লী কোচ পন্টিং বলছেন, ভারত তাকে বাদ দিয়ে বড় ভুল করেছে, ‘বিশ্বকাপ স্কোয়াডে না থাকায় সে কতটা হতাশ সেটা আমি জানি। ভারত আসলে তাকে না নিয়ে ভুল করেছে। বিশ্বকাপে তাঁর খেলা দেখার জন্য মুখিয়ে ছিলাম আমি।’
ইংল্যান্ডে পান্টের আক্রমণাত্মক ব্যাটিং ভারতকে সুবিধা দিত বলেই বিশ্বাস পন্টিংয়ের, ‘ইংলিশ কন্ডিশনে মিডল ওভারে স্পিনারদের বিপক্ষে সে খুবই কার্যকরী হতো। সে ব্যাট হাতে কতটা বিধ্বংসী হতে পারে সেটা তো আজ সবাই দেখেছে।’
এবার না খেললেও ২১ বছর বয়সী পান্ট ভবিষ্যতে অনেক বিশ্বকাপ খেলবে বলেই বিশ্বাস পন্টিংয়ের, ‘সে নিজের ফিটনেস নিয়ে সবসময় কাজ করে। এবার না খেললেও আরও চার থেকে পাঁচটি বিশ্বকাপ খেলতে পারবে সে।’