• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ৭ সেকেন্ডের গোলে প্রিমিয়ার লিগে লংয়ের রেকর্ড

    ৭ সেকেন্ডের গোলে প্রিমিয়ার লিগে লংয়ের রেকর্ড    

    রেফারি ম্যাচ শুরুর বাঁশি বাজালেন। সেন্টারের পর বল এলো ওয়াটফোর্ড ডিফেন্ডার ক্রেইগ কাথকার্টের পায়ে। ক্লিয়ার করতে গিয়েও পারলেন না তিনি, বল ঠেকিয়ে দিয়ে নিজের আয়ত্তে আনলেন সাউদাম্পটনের শ্যেন লং। এরপর একটু এগিয়ে গিয়ে ডান পায়ের দারুণ এক চিপে গোলরক্ষক বেন ফস্টারকে বোকা বানালেন তিনি। এতেই হয়ে গেল ইতিহাস। মাত্র ৭.৬৯ সেকেন্ডে গোল করে প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্রুততম গোলদাতা এখন লং।

    গতকাল পর্যন্ত প্রিমিয়ার লিগে দ্রুততম গোলের রেকর্ডটা ছিল টটেনহামের লেডলি কিংয়ের। ২০০০-০১ মৌসুমে ব্রাইটনের বিপক্ষে ৯.৮২ সেকেন্ডে গোল করেছিলেন তিনি। ১৯ বছর পর তার রেকর্ড ভাঙলেন লং।

    লং অবশ্য খানিকটা ভাগ্যের জোরেই বলটা পেয়েছিলেন। নাহলে কাথকার্টের ক্লিয়ারেন্স সহজে তার পায়ে আসার কথা ছিল না। বলের পেছনে পেছনে দৌড়ে কাথকার্টের সামনে দাঁড়িয়েছিলেন, লাফিয়ে উঠেই বল পায়ে লাগিয়েছেন লং। এরপর ফস্টারকে পরাস্ত করতে খুব একটা বেগ পেতে হয়নি। এই মৌসুমে চতুর্থবারের মতো জালে বল জড়ালেন লং। শেষ তিন গোল এসেছে চার ম্যাচে। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটা ১-১ গোলেই ড্র হয়েছে।

     

     

    লং বলছেন, প্রতিপক্ষকে চাপে ফেলতে শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিলেন তিনি, ‘কোচ আমাদের বলেছিল যত দ্রুত সম্ভব গোল করে প্রতিপক্ষকে চাপে ফেলতে হবে। একশবারের মাঝে ৯৯ বারই ডিফেন্ডারের অমন ক্লিয়ারেন্স আপনি ঠেকাতে পারবেন না। ফস্টারও দুর্দান্ত কিপার, তাকেও এভাবে বোকা বানানো কঠিন। তবে এমন গোলের পরেও ম্যাচ জিততে না পেরে আমি হতাশ।’

     

    লং তো ভাঙলেন ১৯ বছর পুরনো রেকর্ড। তার রেকর্ডটা কতদিন স্থায়ী হবে?