ওল্ড ট্রাফোর্ডে খেলতে আর ভয় পায় না সিটি: গার্দিওলা
দীর্ঘ ৩৪ বছর এই মাঠে জিততে পারেনি তারা। ম্যানচেস্টার সিটির কাছে ওল্ড ট্রাফোর্ড একটা সময় ছিল দুঃস্বপ্নের অন্য নাম। এখন অবশ্য পরিস্থিতি বদলে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে হরহামেশাই জয় পায় সিটিজেনরা। আজ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে যাচ্ছে পেপ গার্দিওলার দল। গার্দিওলা বলছেন, এখন আর ওল্ড ট্রাফোর্ডে খেলতে ভয় পায় না সিটি।
১৯৭৪ থেকে ২০০৮ সালের মাঝে ওল্ড ট্রাফোর্ডে কখনোই জিততে পারেনি সিটি। তবে এখন সেই অবস্থা আর নেই। চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠে শেষ সাতবারের সফরে পাঁচবারই জয় নিয়ে ফিরেছে সিটিজেনরা।
আজকের ম্যাচে পা হড়কালেই সিটির শিরোপা স্বপ্ন বড়সড় ধাক্কা খাবে। গার্দিওলা অবশ্য নির্ভার হয়েই ইউনাইটেডের মাঠে যাচ্ছেন, ‘অতীতে কী হয়েছে সেটা নিয়ে আমি ভাবি না। প্রতিটা ম্যাচই ভিন্ন। এই ক্লাবটা গত এক দশকে অনেক বদলে গেছে। এখন আমরা ওল্ড ট্রাফোর্ডে যেতে ভয় পাই না। আগে একটু কঠিন ছিল কাজটা, কিন্তু সিটি এখন সমানে সমান লড়াই করে।'
আগের ম্যাচে এভারটনের কাছে ৪-০ গোলে হেরেছে ইউনাইটেড। গার্দিওলা অবশ্য সতর্ক করছেন, ইউনাইটেড দারুণভাবেই ফিরে আসবে, ‘আমাদের লক্ষ্য একটাই, লিগ জেতা। গত তিন বছরে আমরা ইউনাইটেডের চেয়ে ভালো করেছি। তাই তাদের হারানো নয়, লিগ জেতা নিয়েই বেশি ভাবছি। ইউনাইটেড তাদের সেরাটাই দেবে। আমরা সেটার জন্য প্রস্তুত আছি।’