• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    কনসার্ট বাদ দিয়ে এলটন জনকে ফাইনাল দেখতে বললেন ফস্টার

    কনসার্ট বাদ দিয়ে এলটন জনকে ফাইনাল দেখতে বললেন ফস্টার    

    ওয়াটফোর্ড গোলরক্ষক বেন ফস্টার একটা অনুরোধ করেছেন ক্লাবের সাম্মানিক প্রেসিডেন্টের কাছে। তিনি আবার যে কেউ নন। স্যার এলটন জন।  আগামী মাসে এফএ কাপের ফাইনালে ওয়েম্বলিতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে ওয়াটফোর্ড। ৩৫ বছর পর এফএ কাপের ফাইনালে দল, ক্লাবের একনিষ্ঠ সমর্থক এলটন জন থাকবেন না- সেটা মেনেই নিতে পারছেন না ফস্টার।

    এলটন জন তখন ব্যস্ত থাকবেন ওয়ার্ল্ড ট্যুরে। ফাইনালের দিন ডেনমার্কের কোপেনহেগেনে কনসার্ট করার কথা রয়েছে। ফস্টার বলেছেন, যে কোনো মূল্যে দলকে সমর্থন দিতে তার মাঠে থাকা উচিত। সেটার উপায়ও বাতলে দিচ্ছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক, "এখানে এতো ভাবাভাবির কী আছে। তার এখনই কনসার্ট বাতিল করা উচিত"- হাডার্সফিল্ডকে হারানোর পর বলেছেন ফস্টার। 

    "আমি অনেক মানুষকে চিনি যারা ওইদিন বিয়ে ঠিক করেছে। এটা তো তাদের নিজেদের ভুল। গ্রীষ্মের কাপ ফাইনালের দিন এসব কেউ ঠিক করে!"

    উলভসকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ওয়াটফোর্ড। প্রিমিয়ার লিগেও তারা আছে ৮ নম্বরে। কিন্তু কে ভেবেছিল এতদিন পর আবার ফাইনালে উঠে যাবে, "এটা আসলে শুরুতে আন্দাজ করা তো কঠিন। কিন্তু সময় যত গড়িয়েছে এটা বুঝাই যাচ্ছিল এবার আমরা ভালো কিছু করব। অতএব, এলটন আপনার উচিত কনসার্ট বাতিল করা।"

     

     

    ১৯৭০ এর দশকের শেষদিকে আর ৮০ এর দশকের শুরু দিকে ক্লাবের প্রেসিডেন্টও ছিলেন নোবেলজয়ী এই শিল্পী। এখন এলটন জন খেলা দেখবেন নাকি কনসার্ট করবেন- সেটার সিদ্ধান্ত তার ওপরই থাকল।