• লা লিগা
  • " />

     

    আগামী মৌসুমে লা লিগাই রিয়ালের প্রধান লক্ষ্য: জিদান

    আগামী মৌসুমে লা লিগাই রিয়ালের প্রধান লক্ষ্য: জিদান    

    শেষ চার মৌসুমের তিনটিতেই লিগ শিরোপা গেছে বার্সেলোনার ঘরে। এবারও লা লিগা জেতার দ্বারপ্রান্তে বার্সা। লা লিগার ইতিহাসে সবচেয়ে বেশিবার শিরোপা জেতা রিয়াল মাদ্রিদ এবার হয়ত দ্বিতীয়ও হতে পারবে না। রিয়াল কোচ জিনেদিন জিদান বলছেন, চ্যাম্পিয়নস লিগ নয়, আগামী মৌসুমে রিয়ালের প্রধান লক্ষ্য হবে লা লিগা জেতা।

    ২০১৬-১৭ মৌসুমে রিয়ালকে লিগ জিতিয়েছিলেন জিদান। চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক শিরোপা জিতলেও লিগ আর জেতা হয়নি তার। দ্বিতীয় দফায় রিয়ালে দায়িত্ব নিয়েও এবার বার্সাকে টপকাতে পারেননি জিদান।

    জিদান অবশ্য সবাইকে মনে করিয়ে দিচ্ছেন, লা লিগার ইতিহাসে রিয়ালই সেরা, ‘আমাদের ৩৩টা লিগ শিরোপা আছে, বার্সার কয়টা আছে? সাম্প্রতিক সময়ে তারা ভালো করছে এটা সত্যি, তাদেরকে এজন্য অভিবাদনও জানাই। কিন্তু মাদ্রিদের অনেক শিরোপা আছে। এটা আমি তুলনা দেওয়ার জন্য বলছি না।’

     

     

    আগামী মৌসুমে নিজেদের খেলার ধরন বদলাতে হবে বলেই মানছে জিদান, ‘আগামী মৌসুমের শুরু থেকেই আমাদের সেরা খেলাটা খেলতে হবে।  চ্যাম্পিয়নস লিগ নয়, লা লিগা জেতাই আমাদের প্রধান লক্ষ্য হবে।’