সিটি, লিভারপুলের দাপটে একটা জায়গা পেলেন কেবল পগবা
পিএফএ এ বর্ষসেরা একাদশে অনুমিতভাবেই রয়েছে ম্যানচেস্টার সিটি আর লিভারপুলের আধিপত্য। সেটাকে আসলে দাপট বললেও ভুল হবে না। এগারো জন খেলোয়াড়ের দশ জনই প্রিমিয়ার লিগের শীর্ষ দুইয়ে থাকা সিটি বা লিভারপুলের খেলোয়াড়ের। একমাত্র 'বাইরের' খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগের বর্ষসেরা একাদশে সুযোগ হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবার।
টানা দ্বিতীয়বারের মতো পিএফএর একাদশে সিটির খেলোয়াড়দের সংখ্যাই বেশি। ৬ জনের মধ্যে রয়েছেন গোলরক্ষক এডারসন, ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তে, মিডফিল্ডে ফার্নান্দিনহো, বের্নার্দো সিলভার সঙ্গে আক্রমণভাগে আছেন রাহিম স্টার্লিং ও সার্জিও আগুয়েরো। এদের মধ্যে একমাত্র সার্জিও আগুয়েরো ছিলেন গতবারের দলে।
রক্ষণে অবশ্য লিভারপুলের জয়জয়কার। দুই ফুলব্যাক আন্ড্রু রবার্টসন ও অ্যালেক্সান্ডার আর্নল্ড আছেন। আর পিএফএর বর্ষসেরা খেলোয়াড়ের দৌড়ে এগিয়ে থাকা ভার্জিল ভ্যান ডাইক আছেন অনুমিতভাবেই। আক্রমণ ভাগে প্রথমবারের মতো জায়গা হয়েছে সাদিও মানের।
একাদশে অবশ্য জায়গা হয়নি গতবারের পিএফএ বর্ষসেরা খেলোয়াড় মোহাম্মদ সালাহর। তার সমান ১৯ গোল করা আর্সেনালের পিয়ের এমেরিক অবামেয়াংকেও বিবেচনা করা হয়নি। টটেনহামের হ্যারি কেইন ও চেলসির এডেন হ্যাজার্ড যথাক্রমে ১৬ ও ১৭ গোল করেও জায়গা পাননি।
ইংল্যান্ডে প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশনের সদস্যদের ভোটে প্রতিবছর বাছাই করা হয় প্রিমিয়ার লিগের সেরা একাদশ।
পিএফএ একাদশ
গোলরক্ষক: এডারসন
ডিফেন্ডার: অ্যালেক্সান্ডার আর্নল্ড, ভার্জিল ভ্যান ডাইক, আয়মেরিক লাপোর্তে, অ্যান্ডি রবার্টসন
মিডফিল্ডার: বের্নার্দো সিলভা, ফার্নান্দিনহো, পল পগবা
ফরোয়ার্ড: রাহিম স্টার্লিং, সার্জিও আগুয়েরো, সাদিও মানে