বিশ্বকাপের আগে ইনজুরি দুশ্চিন্তায় ইংল্যান্ড
বিশ্বকাপের আর বেশিদিন বাকি নেই। ঘরের মাঠে এবার ফেবারিট মানা হচ্ছে ইংল্যান্ডকেই। তবে বিশ্বকাপের আগে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ইনজুরি নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়েছে ইংল্যান্ড। জেসন রয়, টম কারান, জো ডেনলি; কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন তিনজনই।
গত মঙ্গলবার এসেক্সের বিপক্ষে সারের হয়ে খেলতে নেমে পিঠে টান লেগেছিল রয়ের। তাকে প্রাথমিক চিকিৎসা দিতে দলের ফিজিও ছুটে এসেছিলেন মাঠে। ব্যাটিংয়ের সময় পাওয়া এই ব্যথার কারণে ফিল্ডিংও করেননি তিনি। আর পায়ের মাংসপেশির ইনজুরির কারণে সেদিন মাঠেই নামেননি কারান। রয় ও কারান দুজনকেই মিডলসেক্সের বিপক্ষে পরের ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে। দুজনের ইনজুরিটা কতটুক গুরুতর, সেটা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি ক্লাবটি।
বিশ্বকাপ স্কোয়াডে থাকা আরেক ইংলিশ ব্যাটসম্যান ডেনলিও পড়েছেন পিঠের ইনজুরিতে। আইপিএল থেকে ফিরে কেন্টের হয়ে খেলতে নেমে পিঠে টান লেগেছে তার। ডেনলিকেও পরের ম্যাচে নাও দেখা যেতে পারে।
এদিকে দুই ইংলিশ বোলার ক্রিস ওকস ও মার্ক উডের ফিটনেস নিয়ে জেগেছে সংশয়। ওকস নিজেই কিছুদিন আগে জানিয়েছিলেন, ডান হাঁটুতে ব্যথানাশক ইনজেকশন নেওয়ার পর থেকে কিছুটা সুস্থ বোধ করলেও ব্যথাটা পুরোপুরি কাটেনি। অন্যদিকে গোড়ালির ইনজুরির কারণে ডারহামের হয়ে এই মৌসুমে এখন পর্যন্ত মাঠে নামেননি উড। তার ওই গোড়ালিতে এখন পর্যন্ত তিনবার অস্ত্রোপচার হয়েছে।
ইনজুরিতে থাকা সবাই বিশ্বকাপ শুরুর আগে সুস্থ হয়ে উঠবেন, নিশ্চয়ই এমনটা চাইবে ইংল্যান্ড।