• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    সাকিবকে আরও ধারালো, ফিট ও ক্ষিপ্র মনে হচ্ছে রোডসের

    সাকিবকে আরও ধারালো, ফিট ও ক্ষিপ্র মনে হচ্ছে রোডসের    

    প্রথম ম্যাচ খেলার পর আট ম্যাচ বসে থাকতে হয়েছে ডাগআউটে। এর মধ্যে বিসিবি চিঠি পাঠিয়েছে তাঁকে, দেশে ফিরে ক্যাম্পে যোগ দিতে পারেন এমনও জানা গিয়েছিল। শেষ পর্যন্ত সাকিব আল হাসান থেকে গেছেন আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের সাথে, সর্বশেষ ম্যাচে একাদশেও সুযোগ পেয়েছেন। জনি বেইরস্টো চলে যাওয়ায় পরের কয়েকটি ম্যাচেও হয়তো সুযোগ পাবেন। আপাতত তাঁর আইপিএলে থাকাটা ইতিবাচকভাবেই দেখছেন বাংলাদেশ কোচ স্টিভ রোডস। ওয়ানডের সহ অধিনায়ককে বেশ ধারালো, ফিট ও ক্ষিপ্রও মনে হয়েছে তাঁর।

    সানরাইজার্সে সুযোগ না পেলেও সাকিব বসে ছিলেন না। আলাদা অনুশীলন করার জন্য দেশ থেকে উড়িয়ে নিয়ে গেছেন গুরু ও বিকেএসপির কোচ মোহাম্মদ সালাহউদ্দিনকে। সেটাতে কতটা কাজ হয়েছে, তা অবশ্য জানা যাবে সময় হলেই। তবে আপাতত সাকিবের ক্যাম্পে না থাকা নিয়ে কোনো অনুযোগ নেই রোডসের, ‘আমার কাছে মনে হয় সাকিব ভারতে আছে কয়েকটি ম্যাচে সুযোগ পাওয়ার জন্য। অবশ্যই এটা কিছুটা ঝুঁকির, তবে আশা করছিলাম সে অন্তত দুই তিনটি ম্যাচে এর মধ্যে খেলার সুযোগ পাবে। অনুশীলনটা অবশ্য হচ্ছে ওর। আমার তো ওকে বেশ ধারালো, ফিট ও ক্ষিপ্র মনে হচ্ছে। কাল রাতেই ওর সঙ্গে কথা হয়েছে আমার। এটা সাকিবের জন্য অবশ্যই একটা ভালো লক্ষণ। আমি আশা করব ও আরও কয়েকটি ম্যাচে খেলবে। বিশ্বের সেরা অলরাউন্ডারেরও ম্যাচ খেলার দরকার আছে। ’

     

     

    ক্যাম্পে না থেকে সাকিবের আইপিএল খেলায় আরও দুইটি ভালো দিক দেখছেন রোডস, ‘এখানে আসলে দুইটি ভালো দিক হচ্ছে। সে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না, ওর খিদেটা আরও বাড়ছে। আরেকটা ব্যাপার হচ্ছে, এখন সে নিজেকে আরও বেশি প্রমাণ করতে চাইবে। এখান থেকে বাংলাদেশ উপকৃত হতে পারে।’