৭ বছর পর প্রিমিয়ার লিগের দুই মাঠে দুই ট্রফি
তিন ম্যাচ বাকি থাকতে এখনও প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণ হয়নি। সেটা হতে পারে লিগের শেষদিনেও। তাই প্রিমিয়ার লিগ কমিটি দুইটি ট্রফি প্রস্তুত রাখছে। শেষ ম্যাচে একই সময়ে মাঠে নামবে প্রিমিয়ার লিগের ২০ দল। লিভারপুল অ্যানফিল্ডে খেলবে ওলভসের বিপক্ষে। আর ব্রাইটনের মাঠে খেলতে যাবে পেপ গার্দিওলার সিটি।
শিরোপা শেষ গেমউইকের আগে নিষ্পত্তি না হলে অ্যানফিল্ড আর ব্রাইটন দুই মাঠেই ভ্রমণ করবে প্রিমিয়ার লিগ ট্রফি টিম। দুই টিমের কাছে থাকবে দুইটি ট্রফি আর দুই সেট মেডেল। এর আগেও প্রিমিয়ার লিগে দুই শিরোপা রাখা হয়েছিল দুই মাঠে। ২০১১-১২ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির শিরোপা নির্ধারণ হয়েছিল শেষদিনে। সান্ডারল্যান্ডের মাঠে খেলা ছিল ইউনাইটেডের। আর নিজেদের মাঠে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে খেলেছিল সিটি। ইনজুরি সময়ের দুই গোলে পরে ওই ম্যাচ জিতে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল তারা।
প্রিমিয়ার লিগের ট্রফি মোট দুইটি। একটি থাকে লন্ডনে লিগের হেডকোয়ার্টারে, আরেকটি দেওয়া হয় চ্যাম্পিয়ন দলকে। কিন্তু যখন দুইদলেরই শিরোপা জেতার সম্ভাবনা থাকে তখন কাজে লাগানো হয় দুই শিরোপাই।