ছেলের মৃত্যুশোক সামলাতে না পেরে চলে গেলেন সালার বাবাও
এমিলিয়ানো সালা চলে গেছেন, তিন মাস হয়ে গেল। ফ্রান্স থেকে তাঁকে বহনকারী বিমানটি আছড়ে পড়েছিল ইংলিশ চ্যানেলে। কার্ডিফ সিটির আর্জেন্টাইন স্ট্রাইকারকে হারানোর শোক সামলাতে পারেননি তাঁর বাবা হোরাশিও সালা। আর্জেন্টিনার প্রগ্রেসোতে নিজ বাড়িতে আজ সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন হোরাশিও।
ফ্রান্সের ক্লাব নঁতে থেকে সালা যাচ্ছিলেন মাত্রই যোগ দেওয় ক্লাব কার্ডিফে। কিন্তু নিয়তি তাঁকে টেনে নিয়ে গেল মৃত্যুর দিকে। সালার শোক পুরো ফুটবলবিশ্বকেই আচ্ছন্ন করেছিল, ক্রীড়াঙ্গনই সেটি ফেলেছিল শোকের ছায়া। কিন্তু ছেলে চলে গেছে, সেটা কিছুতেই মানতে পারেননি বাবা হোরাশিও। শেষ পর্যন্ত সেই শোক মাথায় নিয়ে মাত্র ৫৮ বছর বয়সে চলে গেলেন অন্যলোকে।
আর্জেন্টিনার লা ন্যাশিওনাল সংবাদপত্র জানিয়েছে, এমনিতে হোরাশিওর গুরুতর কোনো শারীরিক সমস্যা ছিল না। ছেলেকে হারানোর পর অবশ্য ভেঙে পড়েছিলেন বেশ। বলছিলেন, ছেলে নিশ্চয় ফিরে আসবে একদিন। কিন্তু তা তো হওয়ার নয়। আজ সকালে নিজ বাসার হার্টঅ্যাটাকটা সামলাতে পারেননি আর। সালার ভাই দারিও ও বোন রোমিনা আঘাত পেলেন নতুন করে। মা মের্সেদেসের সঙ্গে অবশ্য আগেই ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল বাবা হোরাশিওর।