• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    চ্যাম্পিয়নস লিগ গ্রুপপর্বের অর্ধেক ম্যাচই নিষিদ্ধ নেইমার

    চ্যাম্পিয়নস লিগ গ্রুপপর্বের অর্ধেক ম্যাচই নিষিদ্ধ নেইমার    

    প্যারিসের রূপকথায় সেই রাতে পিএসজির চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন ভেঙেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। অন্তিম মুহূর্তে মার্কাস র‍্যাশফোর্ডের সেই পেনাল্টিতেই বাদ পড়েছিল পিএসজি। গ্যালারিতে বসে খেলা দেখা নেইমার রেফারির এই সিদ্ধান্ত মানতে পারেননি, হারের পর রেফারির সিদ্ধান্তকে 'জঘন্য' বলেছিলেন তিনি। আর এতেই শাস্তি পেতে হচ্ছে তাকে। রেফারিকে অপমান করার দায়ে ইউরোপে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে নেইমারকে। 

    চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে ওল্ড ট্রাফোর্ডে ২-০ গোলে জিতে এসেছিল পিএসজি। তবে ঘরের মাঠে ইউনাইটেডের কাছে ৩-১ গোলে হেরে যায় তারা। ম্যাচের শেষ মুহূর্তে ভিএআরের সাহায্য নিয়ে রেফারি দামির স্কোমিনা পেনাল্টির বাঁশি বাজান। সেই পেনাল্টি থেকে পাওয়া গোলেই অ্যাওয়ে গোলে এগিয়ে থেকে কোয়ার্টারে ওঠে ইউনাইটেড।

     

     

    ম্যাচের পর ইন্সটাগ্রামে নেইমার বলেছিলেন, মাঠের চারজন রেফারি আসলে ফুটবলের নিয়মই বোঝেন না। কিমপেম্বে ইচ্ছা করে হ্যান্ডবল করেননি বলেই দাবি ছিল তার। রেফারিদের নিয়ে এমন মন্তব্যে চটেছে ইউয়েফা। তাকে ইউরোপিয়ান টুর্নামেন্টে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে মাঠে নামতে পারবেন না নেইমার।

     

    এদিকে পিএসজি কোচ টমাস টুখেল বলছেন, নেইমার রাগের মাথায় ওসব বলেছিলেন। তারা ইউয়েফার এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলও করবেন। তিন মাসের ইনজুরি কাটিয়ে মোনাকোর বিপক্ষে গত সপ্তাহে মাঠে ফিরেছিলেন নেইমার, সেই ম্যাচেই লিগ শিরোপা নিশ্চিত করেছিল পিএসজি।