• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    বেতন না পেয়ে বোল্টন ফুটবলারদের ম্যাচ বয়কট

    বেতন না পেয়ে বোল্টন ফুটবলারদের ম্যাচ বয়কট    

    বেতন-ভাতা না পাওয়ায় মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছে ক্লাবের ফুটবলাররা, বিশ্বের বহু জায়গায় এমনটা মাঝে সাজেই শোনা যায়। তবে এমন ঘটনা যদি ইংল্যান্ডের বোল্টন ওয়ান্ডারার্সের সাথে ঘটে, এতে একটু অবাকই হতে হয়। বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন বোল্টনের ফুটবলাররা। তাদের এই হুমকির পর স্থগিত করা হয়েছে বোল্টন-ব্রেন্টফোর্ড ম্যাচটিও।

     

     

    গত ১৯ এপ্রিল অ্যাস্টন ভিলার কাছে হেরে চ্যাম্পিয়নশিপ থেকে অবনমন নিশ্চিত হয়ে গেছে বোল্টনের। এই হতাশার সাথে যোগ হয়েছে ফুটবলারদের বেতন না পাওয়া। গত মার্চ থেকেই ফুটবলাররা বেতন পাচ্ছেন না। গতকাল বোল্টন ফুটবলাররা এক বিবৃতি জানিয়েছিলেন, পাওনা টাকা না পেয়ে তারা খুবই হতাশ। অনুশীলন ও ম্যাচ বর্জনের ঘোষণাও আসে। বোল্টন ফুটবলাররা এমন সিদ্ধান্তের জন্য সমর্থকদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন।

    বোল্টন ফুটবলারদের এমন ঘোষণার পর অনিশ্চয়তায় পড়ে বোল্টন-ব্রেন্টফোর্ড ম্যাচটি। শেষ পর্যন্ত ইংলিশ ফুটবল লিগ কর্তৃপক্ষ ম্যাচটা স্থগিত করেছে। তারা জানিয়েছে, বোল্টন ফুটবলারদের দাবি নিয়ে তদন্ত করা হবে, ‘বোল্টন ফুটবলারদের ম্যাচ বয়কটের হুমকির পর ম্যাচটা বাধ্য হয়েই স্থগিত করতে হচ্ছে। ক্লাবটির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটার তদন্ত করা হবে।'

    এদিকে বোল্টনের পক্ষ থেকে বলা হয়েছে, ম্যাচ স্থগিতের ঘটনায় তার ক্ষমা চাইতে রাজি। ক্লাবটির নতুন মালিন লরেন্স বাসিনি বলেছেন, খুব দ্রুতই ফুটবলারদের পাওনা টাকা শোধ করে দেওয়া হবে।