• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    ফেবারিট তকমা না পেয়েই খুশি সরফরাজ

    ফেবারিট তকমা না পেয়েই খুশি সরফরাজ    

    এই বিশ্বকাপে ফেবারিট কে? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকাদের কথা আসলেও পাকিস্তানের নাম খুব একটা আসছে না। ফেবারিট তকমা গায়ে লাগেনি, এতে অবশ্য খুব একটা অখুশি নন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। সরফরাজ বলছেন, ‘আন্ডারডগ’ হিসেবে খেলেই নিজেদের সেরাটা দেবেন তারা।

    ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান শুধু বলেছিলেন, পাকিস্তান দ্বিতীয় কিংবা তৃতীয় ফেবারিট। এছাড়া পাকিস্তান বিশ্বকাপ জিততে পারে, এরকম ভবিষৎবাণী করেননি কেউই। সরফরাজের মতে, ফেবারিট না মানাটাই পাকিস্তানের জন্য ভালো হবে, ‘যাদের গায়ে ফেবারিটের তকমা লেগে গেছে, তাদের ওপর চাপটা বেশি থাকবে। আমরা সেদিক দিয়ে কিছুটা চাপমুক্তই থাকবো। ‘আন্ডারডগ’ হিসেবে খেলতে আমাদের আপত্তি নেই। এভাবেই আরমা নিজেদের সেরাটা দিয়ে ভালো কিছু করতে পারব।’

     

     

    ১৬ জুনের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনেক কথাই হয়েছে। এমনিতেই ভারত-পাকিস্তান ম্যাচ বাড়তি উত্তেজনা ছড়ায়। এবার কাশ্মীরের সেই ঘটনার পর নতুন মাত্রা পাবে বিশ্বকাপের ম্যাচটি। সরফরাজ জানালেন, বিশ্বকাপের সব ম্যাচই তাঁর কাছে সমান, ‘ভারতের সাথে ম্যাচ অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। তবে বাকি ম্যাচগুলোও সমান গুরুত্বপূর্ণ। নয়টা ম্যাচেই এমনভাবে খেলতে হবে যেন সেটা ভারত-পাকিস্তান ম্যাচ।’

    ফেবারিট তকমা না লাগলেও বিশ্বকাপের মতো টুর্নামেন্টে কিছুটা তো চাপে থাকবেই সবাই। সরফরাজ অবশ্য নির্ভার হয়েই দলকে নেতৃত্ব দিতে চান, ‘কোন ধরনের চাপ নিচ্ছি না। দলে কার ব্যাটিং পজিশন কী হবে সেটা বিশ্বকাপ চলার সময়েই নির্ধারণ করা হবে। আমি আর কোচ মিলেই এটা ঠিক করব। আমার নিজের ব্যাটিং পজিশনও এখনো নিশ্চিত না।’