• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    আমিরকে বিশ্বকাপ স্কোয়াডে না নিয়ে ভুল করেছে পাকিস্তান: আজমল

    আমিরকে বিশ্বকাপ স্কোয়াডে না নিয়ে ভুল করেছে পাকিস্তান: আজমল    

    ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে তাঁর আগুন ঝরানো বোলিংয়েই ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। এরপর থেকেই মোহাম্মদ আমির নিজেকে হারিয়ে খুঁজছেন। বাজে ফর্মের কারণে জায়গা হয়নি এবারের বিশ্বকাপ স্কোয়াডেও। সাবেক পাকিস্তান স্পিনার সাইদ আজমল বলছেন, আমিরকে দলে না নিয়ে ভুল করেছেন নির্বাচকরা। ইংল্যান্ডের কন্ডিশনে ভালো করতে হলে পাকিস্তানের আমিরকে প্রয়োজন বলেও দাবি আজমলের।

    চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পর আমির খেলছেন ১৪ ওয়ানডে। ৯২.৬০ গড়ে তিনি নিয়েছেন মাত্র ৫ উইকেট! ফর্মের কথা মাথায় রেখেই আমিরকে বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ জনের স্কোয়াডে রাখেননি পাকিস্তানের নির্বাচকরা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে অবশ্য নিজেকে প্রমাণের সুযোগ আছে তাঁর। অধিনায়ক সরফরাজ আহমেদ ও কোচ মিকি আর্থার দুজনেই বলেছেন, ইংল্যান্ডের সাথে ভালো করলে বিশ্বকাপে সুযোগ পেতেও পারেন আমির।

    আজমলের মতে, আমিরকে কোনভাবেই বাদ দেওয়া উচিত হয়নি, ‘বিশ্বকাপে আমিরের মতো অভিজ্ঞ ক্রিকেটার দরকার। তাকে বাদ দেওয়া ভুল হয়েছে। আমির আন্তর্জাতিক ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞ, তাঁর জন্যই আমরা চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিলাম। ইংল্যান্ডের সাথে সিরিজ ও বিশ্বকাপের জন্য একটাই স্কোয়াড দেওয়া উচিত ছিল। এখন বাড়তি দুইজন যাচ্ছে দলের সাথে।’  

    আমিরের সাম্প্রতিক ফর্ম ভালো না থাকলেও কন্ডিশনের কথা মাথায় রেখেই তাকে স্কোয়াডে রাখা উচিত ছিল, জানালেন আজমল, ‘ইংল্যান্ডের কন্ডিশন পেসারদের সুবিধা দেবে। আমির পাকিস্তানের একমাত্র পেসার যে দুইদিকেই বল সুইং করাতে পারে। অভিজ্ঞতার একটা দাম তো আছে তাইনা? একজন ক্রিকেটারের ফর্ম খারাপ যেতেই পারে। বিশ্বসেরাদেরও তো খারাপ সময় আসে।’

    আমিরের সাথে বাদ পড়া আসিফ আলিকেও বিশ্বকাপে দেখতে চান আজমল, ‘যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেখানে ভালো ব্যাটসম্যানরা আছে সেটায় সন্দেহ নেই। কিন্তু পাকিস্তানের একজন পিঞ্চ হিটার দরকার, যে এক ওভারে ১৫ রান নিতে পারে। এক্ষেত্রে আসিফ আলি ভালো একটা চয়েস হতে পারে।’

     

     

    শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ভালো কিছু করে বিশ্বকাপ স্কোয়াডে ফিরতে পারেন কিনা আমির, সেটা জানা জানে ২৩ মের মাঝেই।