• লা লিগা
  • " />

     

    মেসির গোলেই লা লিগা শিরোপা ধরে রাখল বার্সা

    মেসির গোলেই লা লিগা শিরোপা ধরে রাখল বার্সা    

    দিন তিনেক পর চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে সেমিফাইনাল প্রথম লেগ। লা লিগা শিরোপাও ধরে রাখা সময়ের ব্যাপার। সব ভেবে আজ তাই লিওনেল মেসিকে বিশ্রামে রেখেছিলেন বার্সেলোনা কোচ এর্নেস্তো ভালভার্দে। প্রথমার্ধে গোলমুখে দলের দুর্দশা দেখে মেসিকে নামিয়েই দিলেন নিরূপায় ভালভার্দে, আবারও অধিনায়কের পায়ের জাদুতে হাসল কাতালানরা। মেসির একমাত্র গোলে লেভান্তেকে ১-০ গোলে হারিয়ে লা লিগা শিরোপা ধরে রেখেছে বার্সা।

    লা লিগা শিরোপা ধরে রাখার উৎসবটা অবশ্য গত সপ্তাহেই করতে পারত বার্সা। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ ভ্যালেন্সিয়াকে হারিয়ে দেওয়ায় বার্সার অপেক্ষা বেড়েছে কিছুটা। আজ ন্যু ক্যাম্পে নিজ সমর্থকদের সামনে সেই অপেক্ষা ঘোচানোর দৃঢ়প্রতিজ্ঞা নিয়েই নেমেছিলেন লুইস সুয়ারেজ, ফিলিপ কুতিনিয়োরা। কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষক আইতোরও যেন নেমেছিলেন ক্লিনশীট ধরে রাখার প্রত্যয় নিয়ে। প্রথম ১০ মিনিটেই সুয়ারেজ, কুতিনিয়োদের অন্তত দুটি নিশ্চিত গোল ফিরিয়ে দিয়েছেন তিনি। এখানেই থেমে যায়নি আইতোরের দুর্দান্ত পারফরম্যান্স।

     

     

    ২৫ মিনিটে ডিবক্সের বাঁপ্রান্ত থেকে জর্দি আলবার আগুনে শট অবিশ্বাস্যভাবে ফিরিয়ে দিয়েছেন তিনি। তবে প্রথমার্ধে ভাগ্যও কিছুটা সহায় হয়েছে আইতোরের। ৪১ মিনিটে কুতিনিয়োর দুর্দান্ত ফ্রিকিক তাকে পরাস্ত করলেও প্রতিহত হয় ক্রসবারে। প্রথমার্ধে গোলমুখে সতীর্থদের খালি হাতে ফিরে আসা দেখেছেন বেঞ্চ থেকেই। দ্বিতীয়ার্ধের শুরুতেই তাই মেসিকে নামিয়ে দেন ভালভার্দে। কোচের আস্থার প্রতিদানটা ঠিকই দিয়েছেন মেসি।

     

     

    ৬২ মিনিটে ডিবক্সে আর্তুরো ভিদালের পাসে দুর্দান্ত প্রথম টাচে লেভান্তের দুই ডিফেন্ডারকে ছিটকে ফেলেন তিনি। এরপর বাঁ-পায়ের মাপা শটে পরাস্ত করেন আইতোরকে। অবশেষে লিড নেওয়ার স্বস্তির নি:শ্বাস ফেলে বার্সা। তবে কাতালানদের হয়তো এই স্বস্তি দীর্ঘস্থায়ী হত না একেবারেই। ৬৪ মিনিটে লেভান্তে অধিনায়ক হোসে মোরালেসের চমৎকার থ্রু পাসে বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগানকে একা পেয়ে যান রিয়াল মাদ্রিদ থেকে ধারে আসা স্ট্রাইকার বোরহা মায়োরাল। কিন্তু আইতোরের মত এবার নিজের সামর্থ্যের জানান দিয়েছেন পুরো মৌসুমে দুর্দান্ত ধারাবাহিকতার পরিচয় দেওয়া টার স্টেগান।

     

     

    দ্বিতীয়ার্ধের শেষ মিনিট বিশেক প্রতি-আক্রমণেই খেলেছেন মেসি-সুয়ারেজরা, কিন্তু ব্যবধান আর দ্বিগুণ করতে পারেননি। সময়ের সাথে ন্যু ক্যাম্পে লা লিগা শিরোপা ধরে রাখার উৎসবের প্রস্তুতি নিচ্ছিল বার্সা সমর্থকেরা। আরেকটু হলেই তাদের মুখের হাসি কেড়ে নিতে পারত লেভান্তে। ৮৯ মিনিটে লেভান্তে ফরোয়ার্ড এনাস বার্সির শট টার স্টেগানকে ফাঁকি দিলেও প্রতিহত হয় বারপোস্টে, ফিরতি বল দখলে নিয়ে নেন জার্মান গোলরক্ষক। লেভান্তেও অবশ্য হাল ছাড়েনি, কিন্তু শেষ পর্যন্ত বার্সার শিরোপা উল্লাসে বাধা দিতে পারেনি তারা। নিজের ১০ম লা লিগা শিরোপা জিতলেন মেসি।

    লা লিগা চ্যাম্পিয়ন হয়েই আগামী সপ্তাহে ৪ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিতে নামবে কাতালানরা। দল চলে গেছে কোপা ডেল রে ফাইনালেও। 'ট্রেবল'-এর 'ট্রেবল' পূরণের স্বপ্নে তাই এখন থেকেই বুঁদ হতেই পারেন বার্সার সমর্থকেরা।