• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    বাংলাদেশের বিশ্বকাপ জার্সি পাওয়া যাবে যেখানে

    বাংলাদেশের বিশ্বকাপ জার্সি পাওয়া যাবে যেখানে    

    বিশ্বকাপের বাকি নেই খুব বেশিদিন। বাংলাদেশের জার্সিটা কেমন হবে, এ নিয়েও জল্পনা কল্পনার শেষ নেই। গতকাল এক সংবাদ সম্মেলনে এবারের বিশ্বকাপে বাংলাদেশের জার্সির সত্ত্ব পাওয়া প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টজের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, পোশাকের ব্র্যান্ড অঞ্জনস ও জেন্টল পার্কের প্রায় শতাধিক আউটলেটে বিক্রি হবে বাংলাদেশ দলের জার্সি, কেনা যাবে অনলাইনেও।

    মাসখানেক আগেই জানা গিয়েছিল, এবারের বিশ্বকাপে বাংলাদেশের জার্সির সত্ত্ব পেয়েছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ। গতকাল এক সংবাদ সম্মেলনে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, তারা এই সত্ত্ব বিক্রি করেছে অঞ্জনস ও জেন্টল পার্ককেও। এই দুই প্রতিষ্ঠান নিজেদের শতাধিক আউটলেটে বিক্রি করবে জার্সি। জার্সির মূল্য ধরা হয়েছে ১১৫০ টাকা। জার্সি ছাড়াও পাওয়া যাবে অনুশীলন জার্সি ও ক্যাপ।

    দোকানের পাশাপাশি জার্সি কেনার সুযোগ থাকছে অনলাইনেও। ক্রিকশপ বিডি ও জার্সি ফ্রিক বিডি, এই দুই অনলাইন প্রতিষ্ঠান বিক্রি করবে জার্সি। এছাড়া ডিমানি নামের অ্যাপের মাধ্যমেও কেনা যাবে জার্সি। পুরো দেশে জার্সি ছড়িয়ে দিতে কাজ করবে রবিন স্পোর্টস। এসব প্রতিষ্ঠান ছাড়া কেউ জার্সি বিক্রি করতে পারবে না। কেউ নকল করে বিক্রি করতে চাইলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে পারবে স্বত্বাধিকার পাওয়া প্রতিষ্ঠানগুলো।

     

     

    ইংল্যান্ড বিশ্বকাপ যারা দেখতে যাবেন, তারাও জার্সি কিনতে পারবেন সেখানে গিয়ে। প্রবাসী দর্শকরা ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন জায়গা থেকে জার্সি কিনতে পারবেন। আর ভেন্যু ও ভেন্যুর বাইরে আইসিসির অফিশিয়াল স্টোরেও বাংলাদেশের জার্সি রাখবে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ।

     

    বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও স্পোর্টস এন্ড স্পোর্টজের মেহতাবউদ্দিন সেন্টু জানিয়েছেন, দুই-একদিনের মাঝেই আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে বাংলাদেশের জার্সি। এরপর তা বিক্রির জন্য ছেড়ে দেওয়া হবে বাজারে।