• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    ফাইনাল হেরে দর্শককে ধাক্কা মারলেন নেইমার

    ফাইনাল হেরে দর্শককে ধাক্কা মারলেন নেইমার    

    তিন মাস পর প্রথম একাদশে ফিরেছিলেন তিনি। নেইমারের গোলে ফ্রেঞ্চ কাপের ফাইনালে দুই গোলের লিডও নিয়েছিল পিএসজি। শেষ পর্যন্ত ট্রাইবেকারে রেনের কাছে হেরে ডাবল জেতা হয়নি তাদের। ম্যাচের পর ক্ষুব্ধ নেইমার যখন মেডেল নিতে যাচ্ছেন, তখন তাকে কিছু একটা বলে বসেন গ্যালারিতে থাকা এক দর্শক। আর এতেই চটে যান নেইমার, তার মুখে হাত দিয়ে ধাক্কা মেরেই মেডেল নিতে গেছেন তিনি। 

    ম্যাচ শেষে মেডেল নিতে স্টেডিয়ামের উপরে উঠছিলেন পিএসজির সবাই। এক পর্যায়ে একজন দর্শক ক্যামেরা হাতে নেইমারের ছবি তুলতে নেন, সাথে কিছু কথাও বলেন। সেটা একদমই পছন্দ হয়নি তার। রেগে গিয়ে তার মুখে হাত দিয়ে আঘাত করেন নেইমার। এরপর উপরে উঠে যান মেডেল নিতে।কিছুদিন আগেই রেফারিকে অপমানের দায়ে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন নেইমার। 

    ইনজুরির কারণে বেশ কয়েক সপ্তাহ মাঠে নামতে পারেননি নেইমার। গত সপ্তাহে লিগের ম্যাচে বদলি হিসেবে নামে নেমেছিলেন। গতকাল ফ্রেঞ্চ কাপের ফাইনালে রেনের বিপক্ষে ছিলেন প্রথম একাদশেই। ২১ মিনিটে দারুণ এক চিপে পিএসজিকে দুই গোলের লিড এনে দেন নেইমার। এরপর নির্ধারিত সময় শেষ হওয়ার আগে দুই গোল হজম করে পিএসজি। ট্রাইবেকারে পিএসজিকে ৬-৫ গোলে হারিয়ে শিরোপা জিতেছে রেনে।

    প্রথমে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ, এরপর লিগেও বেশ কয়েক সপ্তাহ খারাপ সময় গেছে পিএসজির। তিন সপ্তাহের অপেক্ষায় পর লিগ জিতলেও গতকাল হাতছাড়া হয়েছে লিগ কাপ। নেইমারের হতাশাটা তাই বেড়েই চলেছে। শুধু দর্শক নন, নেইমার সবকিছু মিলিয়ে চটেছে তরুণ সতীর্থদের ওপরও। নেইমার বলছেন, দলের মাঝে একতা নেই, ‘ড্রেসিংরুমে শিশুতোষ ব্যবহার থেকে সরে আসে হবে। আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। অনেক তরুণ ফুটবলারকে দেখেছি, তারা বেশি কথা বলে, শোনে কম। তাদের এই অভ্যাসটা বদলানো উচিত। যখন একজন অভিজ্ঞ ফুটবলার কথা বলে, তখন তারা উল্টো জবাব দেয়। এমনকি কোচ কথা বললেও এমনটা হয়। এভাবে তো একটা দল চলতে পারে না!’

     

     

    নেইমার বলছেন, তার মতো অভিজ্ঞদের আরও বেশি সম্মান করা উচিত, ‘আমরা তাদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। আমাদের একটু বেশি সম্মান প্রাপ্য। আমাদের কথাও তাদের বেশি শোনা উচিত। যখন আমি ফুটবল খেলা শুরু করেছিলান তখন এটাই করতাম।’