প্রিমিয়ার লিগের বর্ষসেরা ভ্যান ডাইক
গত বছরের জানুয়ারিতে রেকর্ড গড়ে লিভারপুলে এসেছিলেন তিনি। ৭৫ মিলিয়ন পাউন্ডে ডিফেন্ডার ভারজিল ভ্যান ডাইককে কিনে যে লিভারপুল ভুল করেনি, সেটার প্রমাণ গত দেড় বছরে বারবার দিয়েছেন তিনি। এই মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এবার জিতলেন ইংলিশ বর্ষসেরার খেতাবও। স্টার্লিং, আগুয়েরো, হ্যাজার্ডদের পেছনে ফেলে এবারের প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশনের বর্ষসেরা নির্বাচিত হয়েছে ডাইক।
শেষবার কোন ডিফেন্ডার এই পুরস্কার জিতেছেন, এমন ঘটনা ঘটেছে ১৪ বছর আগে। ২০০৫ সালে চেলসি ডিফেন্ডার জন টেরি জিতেছিলেন বর্ষসেরার খেতাব। এই মৌসুমে লিভারপুল রক্ষণভাগকে আগলে রেখেছেন ডাইক। ৩৬ ম্যাচের ১৯টিতেই কোন গোল হজম করেনি লিভারপুল, জিতেছে ২৮টিতে। ডাইক ফাউল করেছেন মাত্র ১২ বার! রক্ষণভাগ সামলে ডাইক মাঝে মাঝে উঠেছেন আক্রমণেও, করেছেন তিনটি গোল, আছে দুটি অ্যাসিস্টও।
বর্ষসেরার পুরস্কার জিতে উচ্ছ্বসিত ডাইক, ‘যাদের বিপক্ষে আপনি প্রতি সপ্তাহে খেলেন, তাদের ভোটেই যখন বর্ষসেরা নির্বাচিত হন, এর চেয়ে বড় সম্মান আর নেই। এটা আমার জীবনের বিশেষ একটি মুহূর্ত। আমি এই পুরস্কার গ্রহণ করে গর্বিত।’
বর্ষসেরা তরুণ ফুটবলার নির্বাচিত হয়েছে ম্যানচেস্টার সিটির রাহিম স্টার্লিং। আর্সেনাল মহিলা দলের ভিভিয়ানে মিডেমা জিতেছেন বর্ষসেরা নারী ফুটবলারের খেতাব। তরুণ নারী ফুটবলারের পুরস্কার উঠেছে সিটি নারী দলের জর্জিয়া স্ট্যানওয়ের হাতে। বিশেষ পুরস্কার পেয়েছে ইংল্যান্ড নারী দলের অধিনায়ক স্টেপ হটন।