দেশের প্রস্তুতি ক্যাম্প বাতিল হলেও দুশ্চিন্তায় নেই শ্রীলংকা
বিশ্বকাপের আগে দুই সপ্তাহ দেশের মাটিতে প্রস্তুতি ক্যাম্পের কথা ছিল তাদের। কিন্তু ইস্টার সানডেতে শ্রীলংকার কলম্বোজুড়ে সন্ত্রাসী হামলার পর যেন থমকে গেছে দেশটির সবকিছু। এমন অবস্থায় বাতিল হয়েছে শ্রীলংকার বিশ্বকাপ ক্যাম্পও। তবে লংকান দলের ম্যানেজার অশন্তা ডি মেল বলছেন, দেশের মাটিতে প্রস্তুতি ক্যাম্প না হলেও বিশ্বকাপে সেটার প্রভাব পড়বে না।
কলম্বো, ডাম্বুলাতে দুই সপ্তাহের অনুশীলন ক্যাম্প হওয়ার কথা ছিল শ্রীলংকার। কলম্বর সেই হামলার পর স্থগিত করা হয়েছে ক্যাম্পের সব আয়োজন। এতে বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মাটিতে ক্যাম্প ছাড়া প্রস্তুতি নেওয়ার হয়ত আর সুযোগ পাবেন না করুনারত্নে-মালিঙ্গারা।
প্রস্তুতি ক্যাম্প বাতিল হলেও বিশ্বকাপে সেটার প্রভাব পড়বে না, বিশ্বাস ডি মেলের, ‘আমরা বেশ কয়েকটি জায়গায় অনুশীলন ক্যাম্প আয়োজনের কথা ভেবেছিলাম। কিন্তু ওই হামলার পর নিরাপত্তার স্বার্থেই সেসব বাতিল করা হয়েছে। আমরা চেষ্টা করছি ৩ মে পর্যন্ত কলম্বোতে যদি কিছু অনুশীলন করা যায়। সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা দরকার। হয়ত নিরাপত্তাকর্মীরা মাঠকে ঘিরে রাখবে।’
ইংল্যান্ডের ওয়াটফোর্ডে ৭ মে থেকে ১৫ মে পর্যন্ত ক্যাম্প করবে শ্রীলংকা। এরপর তারা যাবে স্কটল্যান্ডে, খেলবে দুটি ম্যাচ। এই প্রস্তুতিই যথেষ্ট হবে বলে মানছেন ডি মেল, ‘আমরা প্রায় দুই সপ্তাহ ইংলিশ কন্ডিশনে অনুশীলন করবো, ম্যাচও খেলব। এটাই যথেষ্ট হবে বলে আমার বিশ্বাস। আমরা গত ডিসেম্বর থেকেই টানা ক্রিকেট খেলছি। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে খেলার পর একটু বিশ্রাম পেলেও মন্দ হয় না!’
দলের সবাই ইংলিশ কন্ডিশনের সাথে মানিয়ে নেবেন বলেই বিশ্বাস ডি মেলের, ‘মূলত টুর্নামেন্ট শুরু হবে ২৩ মে থেকে, যখন চূড়ান্তভাবে স্কোয়াড ঘোষণা হবে। অনেকে বাড়তি ক্রিকেটার নিয়ে ইংল্যান্ডে যাচ্ছে। আমরাও দুইজন বাড়তি ব্যাটসম্যান, একজন ফাস্ট বোলার ও একজন স্পিনার নিচ্ছি স্কোয়াডে। কেউ ইনজুরিতে পড়লে তারা ভালো ব্যাকআপ দিতে পারবে।’
১ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে শ্রীলংকার বিশকাপ মিশন।