• লা লিগা
  • " />

     

    কোনমতে মৌসুমটা শেষ হলে বাঁচেন জিদান

    কোনমতে মৌসুমটা শেষ হলে বাঁচেন জিদান    

    আগের ১৭ দেখায় প্রতিবারই জিতেছে তাঁরা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মাদ্রিদ হেরে যাবে, এমন বাজি হয়ত খোদ রায়ো সমর্থকরাও লাগাতে সাহস পেতেন না। শেষ পর্যন্ত রায়োর মাঠে ১-০ গোলে হেরেই বাড়ি ফিরছে জিনেদিন জিদানের দল। ম্যাচ শেষে জিদান বলছেন, কোনমতে মৌসুমটা শেষ হলে বাঁচেন তিনি!

    জিদানের অধীনে এই প্রথম টানা দুই ম্যাচ গোলশূন্য থাকল রিয়াল, টানা তিনটি অ্যাওয়ে ম্যাচেও জয় আসেনি। ২০০৪ সালের পর আবার তলানিতে থাকা কোন দলের কাছে হারের স্বাদ পেতে হলো রিয়ালকে। সব মিলিয়ে এই মৌসুমে তাঁরা হেরেছে ১৬ ম্যাচে, যা শেষবার হয়েছিল ২০০৮-০৯ মৌসুমে।  

    দলের এমন পারফরম্যান্স দেখে ক্ষুব্ধ জিদান, ‘প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত আমরা কিছুই করিনি। অনেক সময় আপনি গোল পাবেন না, কিন্তু সুযোগ তৈরি করতে পারবেন। আমরা খুব বাজে খেলেছি। সবার তো নিজেদের ওপর রাগ হওয়া উচিত, অন্তত আমি তো রেগে আছি। আমরা যা করেছি সেটার জন্য ক্ষমা চাইতে হবে।’

     

     

    এই মৌসুমে আর কিছু জেতার সুযোগ নেই রিয়ালের। দুঃস্বপ্নের মতো মৌসুমটা যত দ্রুত সম্ভব শেষ হয়ে যাক, এটাই চাইছেন জিদান, ‘মৌসুমটা যত দ্রুত শেষ হবে ততই ভালো। আর তিনটা ম্যাচ বাকি আছে, সেটা আমাদের খেলতে হবে। আজ কোন পরিকল্পনাই কাজে লাগেনি। এভাবে যদি মৌসুম শেষ করি, ব্যাপারটা মোটেও ভালো হবে না। ক্লাবের সম্মানের জন্যই শেষটা ভালো হতে হবে।’