এবারো পাকিস্তানকে হারাবে ভারত: শামি
বিশ্বকাপে কখনোই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। পাঁচবারের দেখায় প্রতিবারই হার মানতে হয়েছে পাকিস্তানকে। এবারের বিশ্বকাপেও মুখোমুখি হবে দুই দল। ভারতীয় পেসার মোহাম্মদ শামি বলছেন, আগের সব বারের মতো এবারও পাকিস্তানকে হারাবে ভারত।
১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩ ও ২০১১; পাঁচবারের দেখায় ভারতকে একবারও হারাতে পারেনি পাকিস্তান। ইংল্যান্ড বিশ্বকাপের ফরম্যাট ঠিক হওয়ার পরপরই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ ক্রমেই বাড়তে থাকে। এর সাথে যোগ হয়েছে কাশ্মীরের সেই সন্ত্রাসী হামলার ঘটনাও। মাঝে অবশ্য এই ইস্যুতে ভারত-পাকিস্তান ম্যাচটা না হওয়ার সম্ভাবনাও জেগেছিল।
তবে আইসিসির কঠোর অবস্থানের কারণে সেই শঙ্কার মেঘ কেটে গেছে। ১৬ জুনের ম্যাচে কি প্রথমবারের মতো ভারতকে হারাবে পাকিস্তান? শামি অবশ্য এমনটা ভাবছেন না, ‘পাকিস্তানের সাথে আমদের রেকর্ড খুবই ভালো। তবে ম্যাচটা যেহেতু বিশ্বকাপের, তাই আগের রেকর্ড নিয়ে খুব একটা মাথা ঘামিয়ে লাভ নেই। আশা করছি পাকিস্তানকে এবারো আমরা হারাবো।’
বিশ্বকাপ জেতার মতো দল আছে ভারতের, মানছেন শামি, ‘আমাদের দলে ভারসাম্য আছে। ব্যাটসম্যান, ফাস্ট বোলার, স্পিনার সবাই আছেন। বিশ্বকাপ জেতার জন্য সঠিক দলটা নির্বাচন করা খুব জরুরী। আমাদের দলটার সুবিধা হচ্ছে, আমরা একে অন্যকে অনেকদিন হলো চিনি। দল হিসেবে আমাদের মাঝে একতা আছে।’
ইংল্যান্ডের মাটিতে খেলার অভিজ্ঞতা আছে দলের সবারই। এই ব্যাপারটা বিশ্বকাপে কাজে দেবে বলেই বিশ্বাস শামির, ‘দলটা যেহেতু আগেও ইংল্যান্ডে খেলেছে, কন্ডিশনের সাথে তাই সবাই পরিচিত। পিচ কেমন হবে সেটা খুব ভালোভাবেই জানে সবাই। এটা অবশ্য বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।’