১৯৯৯ থেকে ২০১৯ : বিশ্বকাপে বাংলাদেশের জার্সির বিবর্তন
১৯৯৯ সাল পর্যন্ত বিশ্বকাপে সব দলের জার্সির একটা ‘কমন থিম’ ছিল, বানিয়েছিল অ্যাসিক্স। বাংলাদেশের জার্সিতে ছিল সবুজের ওপর বাঘের ডোরাকাটা দাগ। প্রথম যে কোনও কিছুই নাকি প্রিয়, তবে সেবারের জার্সিটা প্রথম বিশ্বকাপ না হলেও হয়তো প্রিয় হতো অনেকেরই।
২০০৩ বিশ্বকাপ বাংলাদেশের জন্য বিভীষিকাময় দুঃস্মৃতি। কানাডা-কেনিয়ার সঙ্গে হার, চোট পেয়ে মাশরাফি বিন মুর্তজার ফিরে আসা। সেবার গাড় সবুজের সঙ্গে লাল বর্ডার ছিল বাংলাদেশের জার্সিতে, হয়তো পারফরম্যান্স ভুলিয়ে দিয়েছে সে জার্সিটাও!
সবুজ, হালকা হলুদ, সঙ্গে লাল। সাদা হরফে লেখা বাংলাদেশ। রঙের কমতি ছিল না ২০০৭ সালের জার্সিতে, পারফরম্যান্সও ছিল রঙিন। ভারতকে বিদায় করে দিয়ে সুপার এইট নিশ্চিত করার পর বাংলাদেশ হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে।
২০১১, দেশের মাটিতে বিশ্বকাপ। সবুজের ওপর হলুদ, লালের বর্ডার। সঙ্গে গাঢ় সবুজের ছটা। পারফরম্যান্স ছিল মিশ্র, ইংল্যান্ড-আয়ারল্যান্ড-নেদারল্যান্ডসকে হারালেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৮ রানে অল-আউট হয়ে যাওয়া বাংলাদেশ বিদায় নিয়েছিল প্রথম পর্বেই।
২০১৫, প্রথমবারের মতো নক-আউট পর্বে বাংলাদেশ। সবুজ স্ট্রাইপের ওপর হলুদ অক্ষরে বাংলাদেশ লেখা, সঙ্গে বাঘের মুখের একটা ছাপ। কলার আর হাতে ছিল লাল। ১৯৯৯ সালের পর আবার ফিরে এসেছিল বাঘ।
২০১৯ সালে সবুজের ‘শেড’টা বদলে যাচ্ছে বাংলাদেশের। সেটা হালকা হচ্ছে, আছে জ্যামিতিক স্ট্রাইপ। সাদা হরফে লেখা বাংলাদেশ, কলারের রঙটা একটু গাঢ়। এবার কতদূর যাবে বাংলাদেশ?
কোনটি সবচেয়ে প্রিয় আপনার? জানান কমেন্টে....