'আমার দাম ডি ইয়ংয়ের চেয়ে বেশি হবে না': ডি লিট
ফ্রাঙ্কি ডি ইয়ংকে এ বছরের শুরুতেই দলে নিয়েছে বার্সেলোনা। জোর গুঞ্জন চলছে ডি ইয়ংয়ের সতীর্থ এবং আয়াক্স অধিনায়ক মাথিয়াস ডি লিটকেও দলে নেওয়ার। ডি ইয়ংকে দলে নিতে বার্সার গুণতে হয়েছিল ৭৫ মিলিয়ন ইউরো। তবে ইউরোপের অন্যতম ‘হট কেক’ ডি লিট জানিয়েছেন, দলবদল হলে ডি ইয়ংয়ের চেয়ে তার দাম কমই হবে।
রিয়াল, বায়ার্ন, বার্সা তাকে দলে নিতে উঠেপড়ে লাগলেও দলবদলের বাজারে তার দাম আকাশচুম্বী হবে বলে মনে করেন না তিনি, ‘ফ্রেঙ্কির চেয়ে আমার দাম বেশি হওয়ার কথা না। দলবদলের বাজারে মিডফিল্ডারদের চেয়ে ডিফেন্ডারদের দাম কিছুটা হলেও কম। এই ব্যাপারটি অবশ্য আমার হাতেও নেই, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আয়াক্স।’ আয়াক্সের সামাজিক যোগাযোগ মাধ্যমের এক প্রশ্নোত্তর পর্বে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন ডি লিট।
দল ছাড়ার জোরাল সম্ভাবনা থাকলেও আয়াক্স ছাড়ছেন ডি লিট, এখনই নিশ্চিত নয় সেটাও, ‘আমি এখনও সিদ্ধান্ত নেইনি (নিজ ভবিষ্যৎ)। গুঞ্জনে কান দিচ্ছি না আপাতত। আমি আয়াক্সের ফুটবলার, এই মৌসুমে এখনও আমাদের ট্রেবল জেতার সম্ভাবনা আছে। আগে এই মৌসুম ভালমত শেষ করে তবেই ভবিষ্যৎ নিয়ে ভাববো।’ এই মৌসুমে ইউরোপে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে আয়াক্স। রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মত দলকে টপকে প্রায় ২২ বছর পর এসেছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। আয়াক্সের এমন অর্জনের পেছনে অন্যতম দুই কারিগর ডি ইয়ং এবং ডি লিট। ডি ইয়ংয়ের পরবর্তী গন্তব্য নিশ্চিত হয়েছে আগেই, এখন অপেক্ষা ডি লিটের।
গন্তব্য নিশ্চিত হলেও ডি ইয়ং জানেন, বার্সার একাদশে নিশ্চিতভাবে সুযোগ হয়তো মিলবে না নিয়মিত, ‘মনে হয় না বার্সায় আমি নিয়মিত হতে পারব। দলে ইভান (রাকিটিচ), সার্জিও (বুস্কেটস), কুতিনিয়োর মত মিডফিল্ডাররা আছেন। তবে আমিও সেরাটা দিয়েই কোচের কাছে নিজের সামর্থ্যের জানান দিতে চাই। আয়াক্স আমার শৈশবের ক্লাব। এখানকার সবকিছু অনেক মিস করব। আয়াক্স ছেড়ে যাওয়ায় আমি যেমন দুঃখিত, তেমনি বার্সায় যোগ দিতে পেরেও বেশ আনন্দিত। বার্সার হয়ে চ্যাম্পিয়নস জেতাকে আমি নেদারল্যান্ডসের হয়ে বিশ্বকাপ জেতার চেয়ে এগিয়ে রাখব।’