মেসি আছে বলে বার্সাই এগিয়ে: পচেত্তিনো
লিওনেল মেসিকে বরাবরই প্রশংসায় ভাসিয়েছেন তিনি। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে অবশ্য মেসির মুখোমুখি হতে হচ্ছে না টটেনহাম কোচ মাউরিসিও পচেত্তিনোর। আয়াক্সের বিপক্ষে সেমির আগে পচেত্তিনো বলছেন, মেসি যদি বার্সেলোনার হয়ে না খেলতেন, তাহলে সেমিতে চার দলেরই সমান সুযোগ থাকত।
মৌসুমের শুরুতেই মেসি বলেছিলেন, এবার চ্যাম্পিয়নস লিগটা খুব করে জিততে চাইছেন তিনি। লা লিগায় ৩২ ম্যাচে ৩৪ গোল করে বার্সাকে ২৬তম শিরোপা এনে দেওয়ার নায়ক মেসিই। চ্যাম্পিয়নস লিগেও আট ম্যাচে মেসি করেছেন দশ গোল। তার দুর্দান্ত পারফরম্যান্সেই তিন মৌসুম পর আবার সেমিতে উঠেছে বার্সা, দেখছে শিরোপার স্বপ্নও।
পচেত্তিনো বলছেন, মেসি আছেন বলেই বার্সেলোনা ফেভারিট, ‘কোয়ার্টার ফাইনালে যা হয়েছে, সেটার পর আসলে ‘ফেবারিট’ বলে কিছু থাকা উচিত না। তাও মেসি আছে বলেই বার্সা ফেভারিট। মেসি না খেললে চার দলেরই ২৫ শতাংশ করে সুযোগ থাকত। মেসিই বিশ্বের সেরা। সে বহু বছর ধরেই সেরা, সামনেও থাকবে। তার উপস্থিতিটাই পার্থক্য গড়ে দেয়।’
সেমিতে টটেনহামের প্রতিপক্ষ আয়াক্স। এই আয়াক্সই রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসকে বিদায় করে দিয়েছে। ১৯৬২ সালের পর প্রথমবার টুর্নামেন্টের সেমিতে ওঠা টটেনহাম অবশ্য ফাইনালের স্বপ্নই দেখছে, জানালেন পচেত্তিনো, ‘স্বপ্নটা সবসময় বড় দেখা উচিত। টটেনহামকে সেমিতে তোলার স্বপ্নটা পাঁচ বছর আগেই দেখেছিলাম। আমরা নিজেদের সেরাটা খেললে সবকিছুই সম্ভব। তবে প্রতিপক্ষকে প্রাপ্প সম্মানটা দিতে হবে। বিশেষ করে প্রতিপক্ষ যখন আয়াক্স, তখন সামান্য ভুলের সুযোগ নেই।।’
ঘরের মাঠে প্রথম লেগে আয়াক্সের মুখোমুখি হবে টটেনহাম।