• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    সমালোচনার পর লাল-সবুজ জার্সির সিদ্ধান্ত বিসিবির

    সমালোচনার পর লাল-সবুজ জার্সির সিদ্ধান্ত বিসিবির    

    জার্সি নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, জার্সিটা তাঁর ভালোই লেগেছে। তবে বিশ্বকাপে বাংলাদেশের বিশেষ করে সবুজ জার্সি নিয়ে কাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ঝড়, তাতে নিজের অবস্থান বদলাতে বাধ্য হয়েছেন বিসিবি সভাপতি। কাল রাতেই এক বেসরকারি টিভির টকশোতে বলেছেন, বাংলাদেশের জার্সিতে পরিবর্তন আসছে। আজ বিসিবি পরিচালক জালাল ইউনুস প্যাভিলিয়নকে নিশ্চিত করেছেন, পুরোপুরি সবুজ জার্সিতে লালের ছোঁয়া থাকছে।

    আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের জার্সি উন্মোচন করা হয়েছে কাল। বিসিবি সভাপতি নাজমুল হাসান তখন বলেছিলেন, খেলোয়াড়দের মত নিয়েই এই নকশা করা হয়েছে। যদিও নাম প্রকাশে অনিচ্ছু জাতীয় দলের একজন সিনিয়র খেলোয়াড় বলেছেন, এই জার্সির আগে তাদের কাছ থেকে কিছু জানতে চাওয়া হয়নি। জার্সির ছবি দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় সমালোচনা। কাল বাংলাদেশ দল গ্রুপ ছবি তোলার পর সেটা আরও বেশি ছড়িয়ে পড়ে। অনেকেই সবুজের মধ্যে লাল রঙ না থাকায় ফুঁসেছেন। আয়ারল্যান্ড ও পাকিস্তানের জাতীয় দলের জার্সির সঙ্গেও তুলনা হয়েছে।

    এসবের পরিপ্রেক্ষিতে কাল রাতে একটি বেসরকারি টিভিতে ফোনালাপে বিসিবি সভাপতি বলেছেন, জার্সিটা দেখার পর পরেই সিদ্ধান্ত নিয়েছেন সেটি বদলে ফেলবেন। এর মধ্যেই সবুজের মধ্যে লাল রঙ নিয়ে মূল নকশা ঠিক রেখে নতুন জার্সি তৈরি করারও নির্দেশ দিয়েছেন, ‘জার্সি উন্মোচনের সময় আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি তখনই বলেছিলাম এটা আমি আগে দেখিনি। এই প্রথম দেখছি। আমাকে যখন প্রশ্ন করা হয় তখনই সন্দেহ জাগে এই প্রশ্ন কেন, পরে গিয়ে আমি দেখলাম যে সবুজের মধ্যে কোথাও লাল নেই। আরেকটা জার্সি যেটাতে লাল-সবুজ আছে। আমি বলেছি লালটা রেখে সবুজটা এক্ষুনি বদলাতে হবে।’

     

     

    এ ব্যাপারে জানতে চাওয়ার জন্য প্যাভিলিয়নের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল বিসিবির মিডিয়া কমিটির পরিচালক জালাল ইউনুসের সাথে। তিনি নিশ্চিত করেছেন, বিশ্বকাপের জার্সিতে পরিবর্তনের জন্য আইসিসির কাছে অনুরোধ করেছে বিসিবি। এখন আইসিসির অনুমোদনসাপেক্ষে নতুন জার্সি তৈরি করা হবে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীও একটি জাতীয় মাধ্যমকে নিশ্চিত করেছেন, বিশ্বকাপের সবুজ জার্সিতে পরিবর্তন আসছে। এর মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়ে গেছে। বাজারে অন্যান্য যেসব সবুজ জার্সি আছে তাও উঠিয়ে ফেলা হবে।