• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    শুধু মেসিকে নিয়েই ভাবছেন না ক্লপ

    শুধু মেসিকে নিয়েই ভাবছেন না ক্লপ    

    প্রতিপক্ষ যখন বার্সেলোনা, লিওনেল মেসিকে নিয়ে সবচেয়ে বেশি কথা হওয়াটাই যেন স্বাভাবিক। লিভারপুল কোচ ইউর্গেন ক্লপও সেটা ব্যতিক্রম করলেন না। তবে সেমিফাইনালের প্রথম লেগে শুধু মেসিকে নিয়েই ভাবতে চান না ক্লপ। ক্লপ এটাও বলছেন, চ্যাম্পিয়নস লিগ জেতার যে ইচ্ছার কথা মেসি মৌসুমের শুরুতে বলেছিলেন, সেটাকে শেষ করে দেওয়ার সর্বাত্মক চেষ্টাই করবে লিভারপুল।

    লা লিগায় মেসির দুর্দান্ত পারফরম্যান্সেই টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বার্সা, মেসি এখন পর্যন্ত গোল করেছেন ৩৪টি। চ্যাম্পিয়নস লিগেও ১০ গোল করে তিন মৌসুম পর বার্সাকে সেমিতে তোলার পেছনে বড় ভূমিকা ছিল মেসিরই। মৌসুমের শুরুতে অধিনায়কত্ব নিয়েই মেসি বলেছিলেন, এবার চ্যাম্পিয়নস লিগটা খুব করেই জিততে চান তিনি।

    অধিনায়ক হিসেবে লা লিগা জেতা হয়ে গেছে মেসির। তবে তাকে চ্যাম্পিয়নস লিগ জিততে না দেওয়ার ব্যাপারে বদ্ধ পরিকর ক্লপ, ‘ব্যাপারটা আসলে শুধু মেসিকে নিয়ে নয়। আবার এটাও সত্যি তাকে নিয়েই সবচেয়ে বেশি ভাবতে হয়! কিন্তু শুধু কী তাকে নিয়ে ভাবলেই চলবে? সে ছাড়াও বার্সাতে আরও দশজন বিশ্বমানের ফুটবলার আছে। মেসি মৌসুমের শুরুতে বলেছিল, সে চ্যাম্পিয়নস লিগ জিততে চায়। এটা অন্য দলের জন্য অনেকটা হুমকিই বলা যায়! তবে আমরাও ফাইনালে যাওয়ার সর্বাত্মক চেষ্টাই করব।’

     

     

    ন্যু ক্যাম্পে বরাবরই সফরকারী দল এসে নাকানি চুবানি খেয়েছে। ক্লপ এটা নিয়েও বেশ সতর্ক, ‘অনেক দলই নানা পরিকল্পনা নিয়ে এখানে এসেছে। শেষ পর্যন্ত তাঁরা কিছুই করতে পারেনি বার্সার বিপক্ষে। তবে আমরা লিগের কিছু ম্যাচ দেখেছি। লেভান্তে, সোসিয়েদাদ ন্যু ক্যাম্পে ভালো খেলেছে। তবে বার্সেলোনা আমাদের সাথে আরও ভালো খেলবে। তাঁরা এর মাঝেই লিগ জিতেছে, তাই পুরো মনোযোগটাই চ্যাম্পিয়নস লিগে থাকবে। ম্যাচটা তাই খুবই কঠিন হবে আমাদের জন্য।’